adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকার চেয়ে কলকাতায় অভিনেত্রীদের সম্মান বেশি: জ্যোতি

বিনোদন ডেস্ক : কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকা জানান, এ ছবির জন্য নাকি দেড় বছর ধরে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। উচ্চারণে মনযোগ দিয়েছেন, ক্ল্যাসিক্যাল নাচের তালিম নিয়েছেন।

পাশাপাশি জ্যোতিকা জ্যোতি এও জানান, একজন নারী শিল্পী হিসেবে বাংলাদেশি চলচ্চিত্রের তুলনায় কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ করতে তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেছেন। তার কথায়, ‘কলকাতায় সবাই পড়াশোনা জানা। এখানে টাইম ও শিডিউল মেনটেন করে চলা হয়। নারী শিল্পী হিসেবে এখানে সম্মানও অনেক বেশি।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে। কলকাতায় তার মামাবাড়ি। টলিউডের প্রথম ছবিতে কাজ করার সূত্রে ২৫ বছর পর তিনি মামাবাড়িতে গেছেন। অভিযোগের সুরে নায়িকা জানান, ‘কলকাতায় মামাবাড়ির সাপোর্ট পেয়েছি, যেটা প্রথম দিকে বাংলাদেশে পাইনি।’ বাংলাদেশে দীর্ঘ কেরিয়ারের পর এবার কলকাতার ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে চান বলেও জানান তিনি।

কলকাতায় জ্যোতির প্রথম ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-তে তার নায়ক ঋত্বিক চক্রবর্তী। আরও আছেন রাহুল ব্যানার্জী। প্রথম ছবিতে ঋত্বিকের মতো একজন বড় মাপের অভিনেতা। নার্ভাস লাগেনি? জ্যোতির উত্তর, ‘প্রথম বার ঋত্বিকদাকে দেখে আকাশ থেকে পড়েছিলাম। এত বড় একজন তারকা কী করে এতটা সিম্পল হতে পারেন! কোনো ইগো নেই। তাই কাজের ক্ষেত্রে নার্ভাসও লাগেনি।’

অভিনেত্রী যোগ করেন, ‘ছবির কথাবার্তা শুরু হওয়ার পরে একদিন ঋত্বিকদাই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। প্রথম প্রথম বিশ্বাসই করতে পারেননি। জিজ্ঞেস করেছিলাম, ‘এটা কি আপনার আসল আইডি?’ ঋত্বিকদা জবাব দিয়েছিলেন, ‘নকলরাও তো নিজেদের অরিজিনালই বলে।’ তার পরই বুঝেছিলাম, এটা ঋত্বিকদারই আইডি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া