adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেকে জ্বালানিমন্ত্রী বানালেন সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষপদে পরিবর্তন এসেছে। বর্তমান জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহকে সরিয়ে রাজপুত্র প্রিন্স আবদুল আজিজ বিন সালমানকে নতুন মন্ত্রী ঘোষণা করেছেন সৌদি বাদশাহ।

রোববার সকালে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ পরিবর্তনের ঘোষণা দেন। খবর আল-আরাবিয়ার।

নতুন এ পরিবর্তনের মাধ্যমে ক্ষমতাসীন আল সৌদ পরিবারের কোনো সদস্য এ প্রথম সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেলেন। বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ হিসেবে মন্ত্রণালয়টি সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ।

নবনিযুক্ত জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান ১৯৮৫ সালে মাত্র ২০ বছর বয়সে তৎকালীন জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৯৫ সালে তাকে তেল উপমন্ত্রী করা হয়। প্রায় এক দশক ধরে এ দায়িত্ব পালনের পর তাকে সহকারী তেলমন্ত্রী করা হয়। ২০১৭ সালে জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সহকারী তেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া