adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভী বললেন-জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল

নিজস্ব প্রতিবেদক : জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার লুটপাট চালিয়ে দেশকে ফোকলা করে ফেলেছে।

মহাসড়ক থেকে টোল আদায়ে প্রধানমন্ত্রীর নির্দেশকে গণবিরোধী বলেও আখ্যায়িত করেন তিনি।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। টোলের টাকা তো যাত্রীদের পকেট থেকেই দিতে হবে। এটা জনগণকে ট্যাক্স-বন্দি করার নতুন ফন্দি।’

রিজভী বলেন, ‘দেশের মহাসড়কগুলো তো টোল আদায়ের জন্য উপযুক্তই না। সারা দেশের অধিকাংশ রাস্তা খানাখন্দে ভরা। মহাসড়কগুলো বেহাল। এসব কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে টোল আদায় করলে বাস ভাড়া আরও বাড়বে। এমনিতেই পরিবহন মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেন। তার ওপর এখন টোলের টাকাও যাত্রীদের কাছ থেকে ওঠানো হবে।’

তিনি বলেন, ‘বর্তমান মিডনাইট সরকার মুখে টাইটানিক মার্কা উন্নয়নের বুলি কপচালেও মূলত লুটপাটের নীতিতে দেশ চালাচ্ছে। জনগণকে নানা ট্যাক্সের মধ্যে বন্দি করে ফেলেছে। সিটি ও পৌরকর কীভাবে বাড়ানো হয়েছে সেটাও আপনারা দেখেছেন।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে এখন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা গুনতে হচ্ছে। বাড়ির হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে বহুগুণ। গ্যাস-বিদ্যুৎ-পানির বিল কয়েক বছরে ১০ গুণেরও বেশি বাড়িয়েছে। মানুষ মোবাইলে কথা বলবে সেখান থেকেও টাকা কেটে নিচ্ছে সরকার। সত্যিকারেই এ সরকার সারাদেশে লুটপাট চালিয়ে দেশকে ফোকলা করে ফেলেছে।’

এসময় তিনি বলেন, ‘জামিনে থাকলেও জামিন বাতিল করে আবারও কারাগারে পাঠানো হয়েছে দেশের প্রথিতযশা আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস ‍সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া