adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরিদের প্রতি ইরানি জনগণ ও সর্বোচ্চ নেতার সমর্থনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির ফোনালাপে এ কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির জারিফকে অবহিত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। কোরেশি জোর দিয়ে বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতের গৃহীত পদক্ষেপগুলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, ভারতের এ সব পদক্ষেপ জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের রেজুলেশন এবং আন্তর্জাতিক আইন এবং ভারতের নিজস্ব প্রতিশ্রুতির লঙ্ঘন।

ফোনালাপে কাশ্মীর ইস্যুতে নিজ দেশের অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জারিফ উপত্যকাটির জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার ওপর জোর দেন।

একই সঙ্গে এ বিষয়ে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই নেতা।

কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য মাহমুদ কোরেশিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া