adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিয়ার সমাধিতে বিএনপি নেতাদের মারামারি, পাঞ্জাবি ছেঁড়া হলো আঞ্জুর (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা। এ সময় ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন প্রতিপক্ষ নেতাকর্মীরা।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর সমাধিতে ফুল দিতে যান ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর ফুল দেয়ার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির দুগ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একে অপরকে কিলঘুষি মারেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়।

পরে খালি গায়ে জিয়ার মাজার এলাকা ত্যাগ করেন আঞ্জু।

নগর বিএনপি নেতা আঞ্জুকে লাঞ্ছনার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম রাজ্জাক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সাবেক ছাত্রনেতা নগরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুকে যারা লাঞ্ছিত করেছে তারা আওয়ামী লীগের দালাল।’

তিনি অভিযোগ করেন, যারা লাঞ্ছিত করেছেন এদের মধ্যে রয়েছেন নগর বিএনপির ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক। তিনি মূলত মোহাম্মাদপুরের আওয়ামী লীগ নেতা সাদেক খানের লোক, মোহাম্মাদপুরের বিএনপির কমিশনার রাজু হত্যার মামলার এক নম্বর আসামী। এছাড়া হামলায় অংশ নেয়া শামীম পারভেজ নগর বিএনপির ১০ নম্বর যুগ্ম সম্পাদক।

এ ছাড়া ফেরদৌস আহমেদ, মোয়াজ্জেমসহ কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, এরা আওয়ামী লীগের দালাল, এরাই এ ঘটনা ঘটিয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির সিনিয়র নেতাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া