adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলি বললেন, মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই টিম ইন্ডিয়ার ভবিষ্যত পরিকল্পনা করা উচিত

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির অবসর জল্পনা এখনো চলছে। বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। ক্রিকেট থেকে ছুটি নিয়ে সেনার প্রশিক্ষণ নেন এমএসডি। সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন, মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই আগামীর পরিকল্পনা করতে হবে টিম ইন্ডিয়াকে। তাকে ছাড়াই ভাবতে হবে ভারতীয় দলকে।

ক্রিকেট থেকে কবে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানেন ধোনি নিজেই। ধোনির ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্তটা তার ওপরেই ছেড়ে দিয়েছেন নির্বাচকরাও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ বলেন, প্রত্যেক বড় খেলোয়াড়কেই একদিন না একদিন বুটজোড়া তুলে রাখতে হয়। এটাই খেলার নিয়ম। ফুটবলে দেখুন ম্যারাডোনার মতো মহান ফুটবলারকেও বুট জোড়া তুলে রাখতে হয়েছে। টেন্ডুলকার, ব্রায়ান লারা, ব্র্যাডম্যান … সবাইকেই খেলা ছাড়তে হয়েছে। এই নিয়মই চলে আসছে, এবং এটাই চলবে। আর ধোনির ক্ষেত্রেও তেমনটাই হবে।

সৌরভ বলেন, ভারতীয় ক্রিকেট দলকে এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হতে হবে যে মহেন্দ্র সিং ধোনি আজীবন ক্রিকেট খেলে যাবেন না। এবং খুব বেশি দিন তিনি আর ক্রিকেট খেলবেনও না। কিন্তু আমি বিশ্বাস করি, এই সিদ্ধান্তটা ধোনি নিজেই নেবেন। ধোনির সমর্থনে বরাবরই কথা বলে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী।
এ প্রসঙ্গে সৌরভ বলেন, যতোদিন ধোনি, শচীন, বিরাট কোহলিরা খেলবেন ততদিন তার ম্যাচ জেতাবেন এই প্রত্যাশা সকলের মধ্যেই থাকে। আমি মনে করি ধোনিকেই এবার সিদ্ধান্তটা নিতে হবে। একমাত্র একজন খেলোয়াড়ই জানে যে তার মধ্যে আর কতটা বারুদ মজুদ রয়েছে। তিনিই জানেন তার মধ্যে ম্যাচ জেতানোর কতটা ক্ষমতা আর বাকি আছে। বা আদৌ বাকি আছে কিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া