adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৩০০ অবৈধ বাংলাদেশি আটক

ডেস্ক রিপাের্ট : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৩০০ বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পুডু ও কোতারায়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।

রোববার সাপ্তাহিক ছুটিতে কুয়ালালামপুর ও আশপাশের এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কাজে কোতারায়া, পুডু, চোকিট ও বুকিত বিনতাং এলাকায় ভিড় জমান। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় কোতারায়ার জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকায় ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ।
দীর্ঘ সময় ধরে পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ৩০০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

খাইরুল দাজাইমি বলেন, আটককৃতদের কাছে বৈধ কোনও নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরও ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাম্প্রতিক সময়ের ধরপাকড়ে পুরো মালয়েশিয়া জুড়ে প্রবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চলমান এ ধরপাকড়ে অবৈধদের পাশাপাশি বৈধরাও হয়রানির শিকার হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া