adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কিরগিজস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : একপাশে গুলিস্তান আরেক পাশে মতিঝিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দুই প্রান্তে গর্জন। ফুটবল পাড়ায় ছিল সাজসাজ রব। চারিদিকে লাল-সবুজে ছেয়ে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মেয়েরা যখন বল নিয়ে আক্রমণ চালাচ্ছিল গ্যালারিতে প্রিয় দলকে প্রেরণা যোগাচ্ছিলেন সমর্থকরা।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা-রাখল টুর্নামেন্টের আয়োজকরা।
চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে এদিন শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ চালায় স্বাগতিকরা। যদিও জয়ের ব্যবধান হওয়ার কথা ছিল আরও অনেক বেশি। বাংলাদেশ যেমন দাপট দেখিয়েছে ঠিক তেমনই গোল মিসও করেছে।
এদিন ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় গোল পায় বাংলাদেশ। কৃষ্ণা রাণী সরকারের বাড়ানো বলটি পেয়ে গোল তুলে নেন সানজিদা আক্তার। এর পর বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া হতে হয়।

প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে থেকে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আগের মতোই আক্রমণ চালাতে থাকে। যদিও সফলতা আসছিল না আর। তবে ৫৯ মিনিটের হেড দিয়ে গোল দিলেন কৃষ্ণা। বল পেতে সাহায্য করেন প্রথমার্ধে গোল তুলে নেয়া সানজিদা।
১০ মিনিট পর সবাইকে অবাক করে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ব্যবধান কমায় কিরগিজরা। ডিফেন্ডার আখমাতকুলোভা জাইরিনা বল নিয়ে এগিয়ে গিয়ে শট করলে বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমার হাতের মাঝখান দিয়ে বল জালে জড়ায়।

শেষ দিকে বাংলাদেশের বদলি খেলোয়াড় তহুরা খাতুন কয়েকটি সুযোগ তৈরি করলেও সফল হননি।
আগামী মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে একই ভেন্যুতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া