adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উচ্ছেদে নানাবাড়ি পড়লে সেটাই ভাঙবেন: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘উচ্ছেদে আমার নানাবাড়িটা পড়লেও তাহলে সবার আগে সেটাই ভাঙবেন।’
শুক্রবার (২৬ এপ্রিল) নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, সততা স্টোর, ডিজিটাল হাজিরা কার্যক্রম এবং ১৩ কোটি টাকা ব্যয়ে নাকসী মাদ্রাসা বাজারের মসজিদের কাজের উদ্বোধন করেন মাশরাফি। এসময় উচ্ছেদ অভিযানে বাধাঁ প্রদানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এক সরকারি কর্মকর্তা মাশরাফিকে জানান, উচ্ছেদ অভিযান চলার সময় অনেকে অবৈধ স্থাপনা ভাঙতে বাধা দিচ্ছে। জবাবে মাশরাফি বলেন, ‘আমি আপনাকে ভাঙা বন্ধ করতে ফোন দিয়েছে? তাহলে আপনি ভাঙলেন না কেন?

এরপর নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও যোগ দেন মাশরাফি। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে মাশরাফি বলেন, ‘নড়াইলের উন্নয়নে মাস্টারপ্ল্যান করেছি। আমরা নড়াইলকে একটি পরিকল্পিত মডেল জেলা হিসেবে গড়তে চাই। এরই মধ্যে কাজ শুরু করেছি। নড়াইল পৌরসভার উন্নয়নে পাঁচ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় ভাঙনরোধে কাজ করছি।’

দুইদিনের ছুটি পেয়ে উন্নয়নকাজের তদারকির জন্যই এলাকায় গেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত নড়াইলেই অবস্থান করবেন মাশরাফি। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় ফিরে আসবেন বাংলাদেশ দলের অধিনায়ক। -পূর্বপশ্চিম ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া