adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি নিয়ে খালেদার লন্ডন যাওয়ার বিষয়ে জানেন না পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সংক্রান্ত কোনও তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এক আবদুল মোমেন।

খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন যেতে পারেন বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খরব প্রকাশিত হয়। এ খবরের মধ্যেই বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

এ বিষয়ে ব্রিটিশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে মোমেন বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না।’

গত ৬ এপ্রিল জামালপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে।’

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা তাদের জানিয়েছেন, সংসদ নির্বাচনে জয়ী বিএনপির ছয় নেতার শপথ গ্রহণের শর্তে এ মাসেই প্যারোলে মুক্তি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। মুক্ত হয়েই লন্ডনের ফ্লাইট ধরবেন তিনি।

খালেদা জিয়ার ‘বিদেশযাত্রার’সম্ভাব্য তারিখ আগামী ২৫ বা ২৬ এপ্রিলের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে। বিষয়টি নিয়ে বিএনপির একজন নেতা সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

তবে ওই সংবাদপত্রের এ ধরণের খবরে অসন্তোষ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘চিকিৎসার জন্য প্যারোলের সিদ্ধান্ত খালেদা জিয়া দেননি।’ এ রকম খবর প্রকাশ করাকে ‘হলুদ সাংবাদিকতা’হিসেবে আখ্যায়িত করেছেন ফখরুল।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোল মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার খবর নিছক প্রপাগান্ডা।’

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরে বেশি সময় ধরে কারাগারে থাকা ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা অসুস্থ হয়ে এখন হাসপাতালে রয়েছেন।

পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে গত ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া