adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গমাতা ফুটবলের প্রচারণায় অংশ নিয়ে আজ বাচ্চাদের সঙ্গে উৎসবে মেতেছিলেন কলম্বিয়ার দুই নারী ফুটবলার

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের প্রচার-প্রচারণার অংশ হিসেবে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস উড়িয়ে এনেছে কলম্বিয়ার দুই নারী ফুটবলার ক্যাথেরিন ফ্যাবিওলা ক্যাস্ট্রো এবং জেসিকা হুতাদোকে।

অলিম্পিকে খেলা ক্যাথেরিন ফ্যাবিওলা ক্যাস্ট্রো এবং ২০১১ সালের জার্মানি বিশ্বকাপে খেলা জেসিকা হুরতাদো তিনদিনের জন্য এসেছেন বাংলাদেশে। তাদের ব্যস্ত কর্মসূচিতে আজকের দিনটি বরাদ্দ রাজধানীর বাড্ডার বেড়াইদে ফর্টিস গ্রুপের মাঠে নবনির্মিত বাফুফে ফুটবল একাডেমি মাঠের জন্য।

যেখানে সারাদিনব্যাপী উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ দিনটির আয়োজন করেছে বাফুফে।

এ আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বিকেএসপি বাদেও সারাদেশের প্রায় ১৫০ জন নারী ফুটবলারের উপস্থিতি দেখা গিয়েছে। যারা হাসি-আনন্দে মাতিয়ে রেখেছে পুরো মাঠ। দুই কলম্বিয়ান ফুটবলারকে কাছে পেয়ে মজা করার পাশাপাশি নানান কিছু শেখারও চেষ্টা করছেন তারা।

এরই মাঝে একপর্যায়ে দেখা যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি পরা এক বাচ্চাকে ঘাড়ে ফুটবল নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখাচ্ছেন তারা। বাচ্চাটি প্রথমে পারছিল না, তবু তারা দমে যাননি। কীভাবে ঘাড় নুইয়ে রাখলে ফুটবল ঠিকভাবে থাকবে তা দেখিয়ে পুনরায় বলটি রাখার চেষ্টা করেন।

সে দফায় সফল হন এবং বাচ্চাটিও ঘাড়ে ফুটবল রেখে পুলকিত হন। তবে ঘাড় থেকে ফুটবলটি নামানোর সময় কলম্বিয়ান ফুটবলার সেটি ঘাড় থেকে সরাসরি পায়ে নিলেও, ছোট বাচ্চার পক্ষে তা করা সম্ভব হয়নি। এ নিয়ে খানিক হাসির বিনিময় হয় সে জায়গায়।

এদিকে কলম্বিয়ান দুই ফুটবলার কী পরামর্শ দেয়া হলো তা জানতে চাওয়া হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, উনারা আমাদের বলেছেন ভালো খেলোয়াড় হতে চাইলে পরিশ্রম করতে হবে। ঠিকঠাক ঘুমাতে হবে, খাওয়া-দাওয়া ঠিক রাখতে হবে। অনুশীলন করতে হবে নিয়মিত, সবকিছু ভালোভাবে মেইনটেন করতে হবে। এগুলো করতে পারলে ভালো খেলোয়াড় হতে পারবো।-জাগােনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া