adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় দাবানলে একজনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে একজনের মৃত্যু এবং কয়েকশ’ ভবন ধ্বংস হয়েছে। চার হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটির গ্যাংওন প্রদেশের গসেওং কাউন্টির কাছাকাছি অবস্থিত একটি ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রবল বাতাসের কারণে পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এই দাবানলে পরিণত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসি।

দেশটির উত্তরপূর্বে অবস্থিত এই পাহাড়ি অঞ্চলের আগুন নেভাতে কাজ করছে আট শতাধিক ফায়ার ইঞ্জিন।

কয়েক হাজার সৈন্য দমকলকর্মীদেরকে সহযোগিতা করছে। আগুনের মূল উৎসটি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।

দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জরুরি বৈঠক ডেকে সরকারি কর্মকর্তাদেরকে আগুন নেভাতে সম্ভাব্য সবধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সাড়ে ১৬ হাজারের মতো সৈন্য, ৩২টি মিলিটারি হেলিকপ্টার এবং ২৬টি মিলিটারি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছে।

প্রদেশটির গভর্নর চই মুন-সুন স্থানীয় গণমাধ্যম ওয়াইটিএন’কে বলেন, সৌভাগ্যবশত আগুনের মূল উৎসটি নিয়ন্ত্রণে এসেছে কিন্তু অন্যান্য উৎস এখনও নিয়ন্ত্রণের বাইরে।

সকচো অঞ্চলের আগুন পুরোপুরি এবং গ্যাংনেউং অঞ্চলের আগুনের অর্ধেক নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে দেশটির সরকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া