adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশি অধ্যাপক পেলেন যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক এবং অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা ড. টিপু আজিজ যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার অর্জন করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস (এনডিএস) অধ্যাপক আজিজকে নিউরোসার্জারিতে তার অবদানের জন্য আজীবন সম্মাননা হিসেবে ‘মেডেল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ (এসবিএনএস) প্রদান করেছে।

জানা গেছে, ১৯৫৬ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) জন্ম নেন অধ্যাপক আজিজ। ১৭ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে চলে যান।

বাংলাদেশে এ লেভেল সম্পন্ন করে তিনি লন্ডন ইউনিভার্সিটি কলেজে নিউরোফিজিওলজি বিভাগে পড়াশোনা করেন। এছাড়া পড়েন ম্যানচেস্টার ইউনিভার্সিটিতেও।

গত ২০ বছর ধরে বানরের ওপরে পরীক্ষা চালিয়ে পারকিনসন’স রোগ নিয়ে তার গবেষণা বেশ সমাদৃত হয়েছে।

এছাড়া মাল্টিপল স্ক্লেরোসিস, নিউরোপ্যাথিক পেইনসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। অধ্যাপক আজিজ বর্তমানে জন রেডক্লিফ হাসপাতালে কর্মরত আছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া