adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জের ওসির দুর্নীতির রিপোর্ট প্রকাশের জের – যুগান্তরের ৫ সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ডেস্ক রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের অবৈধ সম্পদ অর্জন নিয়ে দৈনিক যুগান্তরের প্রকাশিত প্রতিবেদনের জেরে দৈনিকটির পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মামলাটি করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া।

মামলায় দৈনিক যুগান্তরের নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক, কেরাণীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, আশুলিয়া প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু, ধামরাই প্রতিনিধি শামীম খান ও গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আবু সাঈদ বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না।’

এদিকে মামলার পর কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আটক করে দক্ষিণ কেরানিগঞ্জ থানা পুলিশ।

আটক হওয়ার পর থেকেই তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি থানা প্রাঙ্গণে রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

আবু জাফরের স্ত্রী ফাতিমা আক্তার পপি জানান, মঙ্গলবার বিকাল থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন। তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। পরে তিনি থানায় জিডি করতে যান। কিন্তু পুলিশ সদস্যরা জিডি নিতে অস্বীকৃতি জানায়।

পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হন পপি।

এ বিষয়ে জানতে দক্ষিণ কেরানিগঞ্জ থানার ওসি শাহ জামানের মুঠোফোনে পরিচয় দেয়ার পর তিনি সংযোগ কেটে দেন। -যুগান্তর অনলাইন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া