adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় দোকানে আবদ্ধ ১৯২ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি দোকানে আবদ্ধ ১৯২ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায় বলে জানিয়েছে সিঙ্গাপুর-ভিত্তিক গণমাধ্যম ‘চ্যানেল নিউজএশিয়া’। তাদেরকে উদ্ধারের পর স্থানীয় সন্দেহভাজনদেরকে সতর্ক করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দোতালা ভবনের এই দোকানে অভিযান চালানোর সময় উদ্ধারকৃতদের ২০ জন পুলিশের কাছে অভুক্ত থাকার কথা জানান।

দেশটির সরকারি কর্মকর্তারা মনে করছেন, এসব বাংলাদেশি পার্শ্ববর্তী মালয়েশিয়াতে কাজ পাওয়ার আশায় কয়েক মাস ধরে সেখানে অবস্থান করছিলেন।

মেদানের প্রধান অভিবাসন কর্মকর্তা ফেরি মোনাং সিহিতে বলেন, তারা নৌকায় চড়ে এখানে এসেছে বলে আমাদের ধারণা। তাদের কাছে কোনও কাগজপত্র নেই।

তিনি বলেন, আমরা এখনও তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। তাদেরকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেবো।

গণমাধ্যমটি জানায়, এখনও জানা যায়নি যে ভবনটির মালিক কে এবং এই ঘটনায় তার ভূমিকা কী ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে কয়েকশ’ আফগান ও মিয়ানমারের রোহিঙ্গা সুমাত্রার উত্তরাংশে পৌঁছে দেশটিতে আশ্রয় চেয়ে আবেদন করেছে।

এর আগে ২০১৫ সালে কয়েকশ’ মুসলিম রোহিঙ্গা আচেহ প্রদেশে পৌঁছে আশ্রয় চাইলে রক্ষণশীল ইসলামপন্থি প্রদেশটির বাসিন্দারা তাদেরকে স্বাগত জানায়।

ইন্দোনেশিয়া এখনও জাতিসংঘের শরণার্থী ও আশ্রয়প্রার্থী বিষয়ক কনভেনশন অনুমোদন করেনি। তাই দেশটিতে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের কাজ করাও অনুমোদিত নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া