adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছড়াকার সুমন মাহমুদের ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’

ডেস্ক রিপোর্ট : এবার অমর একুশে গ্রন্থমেলায় আসছে—ছড়াকার সুমন মাহমুদের ছড়ার বই ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’। প্রচ্ছদ করেছেন বনলতা সরকার। প্রকাশ করেছে অর্জন প্রকাশন। শিশুতোষ ২২টি ছড়া নিয়ে সাজানো হয়েছে বইটি।

‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ ছড়ার বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ সোহরাওয়ার্দী উদ্যানে অর্জন প্রকাশন-এর ৫৫৭ নম্বর স্টলে পাওয়া যাবে।

ঘরে বসেও পাওয়া যাবে বইটি। রকমারি ডটকম.-এর মাধ্যমে বইটি সংগ্রহ করা যাবে। মূল্য রাখা হয়েছে—১২০ টাকা।

বইটি শিশুদের নির্মল ভালো লাগার আবেশ তৈরি করবে। ছন্দের সুনিপুণ দোলা এ বইটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। শিশুদের পাশাপাশি বড়দেরও ভালো লাগা তৈরি করবে।

বইটি নিয়ে সুমন মাহমুদ বলেন, ‘যারা সুকুমার রায়ের পর আর ভালো ছড়া লেখা হচ্ছে না বলে মনে করেন, তারা এ বইটি একবার পড়ে দেখতে পারেন। সেই ভুল বিশ্বাস থেকে বেরিয়ে নিজেই মুগ্ধতার প্রকাশ ঘটাবেন বলে আমার বিশ্বাস।’

সুমন মাহমুদ দীর্ঘদিন ধরে ছড়া চর্চা করে আসছেন। ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ ছড়াকারের দ্বিতীয় ছড়ার বই। এর আগে ২০১৬ সালে ‘টাপুর টুপুর টুপ’ শিরোনামে তার প্রথম ছড়ার বই প্রকাশিত হয়। প্রকাশ করেছিল প্ল্যাটফর্ম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া