নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা সেবা আর শিক্ষার মান বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা-উপজেলায় বহুতল ভবন নির্মাণ করে চিকিৎসকদের আবাসন সমস্যা দূর করা হবে বলেও জানান তিনি। চিকিৎসক সম্মিলনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চিকিৎসক সম্মিলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সারাদেশ থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পাঁচ হাজারেরও বেশি সদস্যদের আগমনে গণভবন মাঠ সমাবেশে পরিণত হয়।

দিক-নির্দেশনা মূলক বক্তব্যে শেখ হাসিনা-চিকিৎসকদের কল্যাণসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে তাঁর সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেবার মনোভাব নিয়ে চিকিৎসা সেবার মান বাড়াতে তাগিদ দেন তিনি।

নিজ রাজনৈতিক দর্শন সামনে এনে চিকিৎসকদের কল্যাণে দাবি দাওয়া মানার আশ্বান দেন।

শতবর্ষী পরিকল্পনা নেয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।