adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক বহুবচনের সাহিত্যের আসর

আলম সিদ্দীক, নিউইয়র্ক থেকেঃ   বহুবচন l সংস্কৃতিমনা মানুষের জন্য l আজ শনিবার সন্ধ্যায় (০৯.০১.২০১৮) অনুষ্ঠিত হয়েছে বহুবচনের সাহিত্যের আসর l কবি আনোয়ার সেলিমের সঞ্চালনায় কবি শামস আল মমিন সূচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন l

প্রথমেই সেলিম আল দীনের স্বরণে স্বরচিত কবিতা পড়েন শিবলী সাদেক l

তুমি এসো না সূর্য ওঠা ভোরে, আমি যে থাকবো ঘুমের ঘোরে l তুমি এসো হে বৃষ্টিভেজা রাতে l এমন আবেগময়ী একটি স্বরচিত কবিতা পাঠ করেন, শাহনুকা হাসান শিখা l এবং সুমিত বড়ুয়া l

কবি ও প্রাবন্ধিক : এবিএম সালেহ উদ্দিন উড়ে যায় মেঘমালা নামক কাব্যগ্রন্থের আলোচনা করেন l

ই ই কামিংসের কবিতা আবৃতি করেন সেমন্তী ওয়াহিদ l

ই ই কামিংস বিষয়ক আলোচনা করেন মোস্তাফিজুর রহমান l তিনি বলেন, ই ই কামিংস নিজেকে ভাবতেন একজন পেইন্টার l তাই তার কবিতায় ফুটে ওঠে, পেইন্টিং , কষ্ট ইত্যাদি l

আবৃত্তিশিল্পী জেরিন মাইশা আবৃতি করেন আলম সিদ্দিকীর বালুচর কবিতাটি l এবং শুক্লা রায় আবৃতি করেন কবি মিশুক সেলিমের দুটি কবিতা l

কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি আবৃতি করেন আজিজুল হক মুন্না l

আহমেদ হোসেন পড়েন তার রাত জাগা আশা নামক একটি কবিতা l
কবি স্বপ্ন কুমার তার কবিতা পড়তে গিয়ে বলেন, আমি আজ কনফিউজ যে , আমার সিলেটি কবিতা পড়বো নাকি ননসিলেটি l অবশেষে তিনি একটি ননসিলেটি কবিতা পড়েন l
অনুবাদ বিষয়ে আলোচনা করেন জাহিদ রেজা নূর l শুরুতেই তিনি বলেন, বাংলা কবিতা হয়তো স্বরবৃত্তেই ফিরে আসবে l এবং সেটা শুরু হবে নিউ ইয়র্ক থেকেই l
অভিক বসু পড়েন তার নল থেরাপি ও কয়েকটি শিক্ষামূলক ছড়া l

হাবিব ফয়েজী দর্শন নামক একটি ছোট কবিতা পড়েন l কবি
রওশন হাসান পড়েন তার ইংরেজি কবিতা l কবি কামরুন নাহার রিতা, কবি ফারহানা ইলিয়াস তুলি, কবি সেলিম আনোয়ার, কবি শামস আল মমিন, কবি ও প্রাবন্ধিক ফকির ইলিয়াস, কবি ছন্দা বিনতে সুলতান, কবি লুবনা কাইজার কবিতা পাঠ করেন l

কবি সৈয়দ শামসুল হক স্বরণে আলোচনা করেন আহমাদ মাযহার l
আবৃতি করেন মিজানুর রহমান বিপ্লব ও মুজিব বিন হক l

এবং আবু রায়হান রঙ্গব্যাঙ্গ ও নিজের লেখা গান নিজেই গেয়ে শোনান l খুব ভাবগাম্ভীর্য পরিবেশে বহুবচনের একটি ব্যতিক্রমী সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়েছে l

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া