adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির কাছে নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদা চাইবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : জাহানারা-রুমানারা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের ধারা ধরে রাখতে পারলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদা চেয়ে আগামী দু’এক বছরের মধ্যে আইসিসির কাছে আবেদন করবে। টেস্ট খেলার মতো সামর্থ্য অর্জনের লক্ষ্যে নারী দলের কোচিং স্টাফ বাড়ানোরও চিন্তা করছে বোর্ড।

বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদার বিষয়টি আমরা ফোকাস করব। সেক্ষেত্রে সবার আগে তাদের শারীরিক সক্ষমতার ওপর জোর দিতে হবে। আর এ বিষয়টি মাথায় রেখে আমরা কোচিং স্টাফ বাড়ানোর কথা ভাবছি।

ইতোমধ্যে বাংলাদেশ নারী দলের জন্য নতুন প্রধান কোচ, সহকারী কোচ ও ফিজিও নিয়োগ দিয়েছে বিসিবি। নারী দলের উন্নয়নে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান বিসিবি সিইও।

উল্লেখ্য, নারী দল দক্ষিণ আফ্রিকা সফরে সুবিধা করতে না পারলেও পরে টানা তিনটি সিরিজ ও টুর্নামেন্ট জিতেছে। নতুন কোচিং স্টাফ নিয়োগ দেয়ার পর মালয়েশিয়ায় এশিয়া কাপ জয়, আয়ারল্যান্ড সিরিজ জয় ও নেদারল্যান্ডসে টি -২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ধারাবাহিক এই সাফল্যে মেয়েদের নিয়ে এবার টেস্ট খেলার স্বপ্ন দেখছে বিসিবি।

এখন পর্যন্ত মেয়েদের মোট ১০টি দেশ টেস্ট খেলেছে। মোটামুটি ধারাবাহিকভাবে টেস্ট খেলেছে শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৯৩৪ সাল থেকে এখন পর্যন্ত ৭৩টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া নারী দল। ইংল্যান্ড খেলেছে সর্বোচ্চ ৯৪টি টেস্ট।
১৯৩৫-২০০৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ড খেলেছে তৃতীয় সর্বোচ্চ ৪৫টি টেস্ট। ১৯৭৬-২০১৪ সাল পর্যন্ত ভারতের মেয়েরা খেলেছে মাত্র ৩৬টি টেস্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া