adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্যালাইনের কৃত্রিম সঙ্কটের জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউট দায়ী

নিজস্ব প্রতিবেদক :স্যালাইনের কৃত্রিম সংকটের ক্ষেত্রে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ভয়াবহ অনিয়মের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অভিযোগ কেন্দ্রে জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুদকের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আকস্মিক অভিযান চালিয়ে এ অনিয়মের সন্ধান পায়।

দুদকের উপ-পরিচালক সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের একটি টিম স্যালাইন উৎপাদনকারী ওই সরকারি প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরেজমিন পর্যবেক্ষণ করে ভয়াবহ অনিয়মের সন্ধান পায়। এ সময় ওই প্রতিষ্ঠানের পরিচালক ড. আবুল কালাম মোহাম্মদ আজাদ উপস্থিত ছিলেন।

অভিযোগে জানা যায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে গত এক বছরে স্যালাইন উৎপাদন প্রায় বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে কাঁচামাল ক্রয় বন্ধ রাখায় স্যালাইন উৎপাদন শূন্যের কোঠায় পৌঁছেছে। ভুক্তভোগীদের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্যালাইন উৎপাদন বন্ধ রেখে বেসরকারি স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের ব্যবসা চাঙ্গা করার সুযোগ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ড. আবুল কালাম মোহাম্মদ আজাদ স্বীকার করেন, কাঁচামাল কিনতে না পারায় উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি জানান, গত অর্থবছরে এ প্রতিষ্ঠানের বাজেটের ৮ কোটি টাকা ফেরত গেছে।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট টিমের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। অবিলম্বে এ প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোচরে আনা হবে।

তিনি আরো বলেন, কোনো যৌক্তিক কারণ ও ভিত্তি ছাড়া উৎপাদন বন্ধ রাখাও এক ধরনের দুর্নীতি। অনুসন্ধানে এ দুর্নীতি প্রমাণিত হলে দুদক আইনানুগ ব্যবস্থার পথে যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া