adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্ধ সংস্থার মহাসচিব হত্যায় ২ জনের ফাঁসির আদেশ

FASIডেস্ক রিপাের্ট : জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৪ জনকে যাবজ্জীবন এবং আরও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার সোমবার ৭ বছর আগে দায়ের করা এ রায় ষোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রমজান আলী ওরফে রমজান ও টিপু ওরফে হীরা। অন্যদিকে, যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন হাসানুর রহমান রুবেল, মিনহাজ, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রমজান ও রুবেল পলাতক।

এছাড়া আইয়ুব আলী, নুরুল আলম সিদ্দিকী, সোহাগ হোসেন হাওলাদার ও ইয়াকুব আলী নামে ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজহার থেকে জানা যায়, ২০১১ সালের ১ জানুয়ারি রাতে এক সমঝোতা বৈঠকে খলিলুরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী হাছিনা পারভীন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দুই বছর পর ২০১৩ সালের ৩১ জুলাই ১০ জনেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন ডিবি পুলিশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া