adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালাে পাকিস্তান

AUCKLAND, NEW ZEALAND - JANUARY 25: Mohammad Amir of Pakistan celebrates with wicket of Mitchell Santner of the Black Caps during the International Twenty20 match between New Zealand and Pakistan at Eden Park on January 25, 2018 in Auckland, New Zealand.  (Photo by Hannah Peters/Getty Images) স্পাের্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে পরাজিত করে সিরিজে টিকে থাকলো পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ৪৮ রানের জয় পেয়েছে সরফরাজ আহমেদের দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করেছিল নিউজিল্যান্ড। সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি।

এদিন পাকিস্তানের দেয়া ২০২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১৫৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন মিচেল স্যান্টনার। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ২টি, রুম্মন রইস ১টি, ফাহিম আশরাফ ৩টি, হাসান আলী ১টি ও শাদব খান ২টি করে উইকেট নেন।

নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার সাথে সাথেই শুরু হয় ছন্দ পতন। ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল ২৬ রান করলেও কলিন মুনরো ১৪ বল খেলে মাত্র এক রান করে ফিরে যান সাজঘরে। নিউজিলান্ডের হয়ে উল্লেখযোগ্য রান করেন মিচেল স্যান্টনার এবং বেন হুইলার। স্যান্টনার করেন ৩৭ রান এবং হুইলার করেন ৩০ রান। এরপর আর কোনও সুযোগ করতে পারেনি নিউজিল্যান্ড।

আজ প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন ফখর জামান ও বাবর আজম।

অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন পাকিস্তানের পক্ষে ২৮ বল খেলে ৫০ রান করেন ফখর জামান। ৩৪ বল খেলে ৪৪ রান করেন আহমেদ শেহজাদ। ২৯ বল খেলে ৫০ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। ২৪ বল খেলে ৪১ রান করেন সরফরাজ আহমেদ।

নিউজিল্যান্ডের পক্ষে সেথ র্যালন্স ১টি, বেন হুইলার ২টি ও কলিন ডি গ্র্যান্ডহোম ১টি করে উইকেট নেন। টি-টোয়েন্টি সিরিজের আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৪৮ রানে জয়ী পাকিস্তান।

পাকিস্তান ইনিংস: ২০১/৪ (২০ ওভার)

(ফখর জামান ৫০, আহমেদ শেহজাদ ৪২, বাবর আজম ৫০*, সরফরাজ আহমেদ ৪১, ফাহিম আশরাফ ০, হাসান আলী ৬*; ট্রেন্ট বোল্ট ০/৩৭, সেথ র‌্যান্স ১/৪৭, বেন হুইলার ২/৩৬, ইশ সোধি ০/৩২, মিচেল স্যান্টনার ০/৩০, কলিন ডি গ্র্যান্ডহোম ১/১৮)।

নিউজিল্যান্ড ইনিংস: ১৫৩ (১৮.৩ ওভার)

(মার্টিন গাপটিল ২৬, কলিন মুনরো ১, কেন উইলিয়ামসন ০, টম ব্রুস ১১, গ্লেন ফিলিপস ৫, কলিন ডি গ্র্যান্ডহোম ১০, মিচেল স্যান্টনার ৩৭, বেন হুইলার ৩০, ইশ সোধি ১৫, সেথ র‌্যান্স ১, ট্রেন্ট বোল্ট ০*; মোহাম্মদ আমির ২/২৮, রুম্মন রইস ১/২৭, ফাহিম আশরাফ ৩/২২, হাসান আলী ১/২৭, শাদব খান ২/৩৭)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ফখর জামান (পাকিস্তান)।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া