adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোস্তাফিজদের ব্যাটিংয়ের প্রশংসা করলেন মাশরাফি

Bangladesh cricket captain Mashrafe Bin Mortaza gestures during a press conference at Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on January 14, 2018.  / AFP PHOTO / Munir UZ ZAMAN ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে টাইগাররা। এদিন বাংলাদেশের বোলিং অসাধারণ হলেও ব্যাটিংটা খুব ভালো হয়নি। দলীয় ১৭০ রানে আট উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের।

এরপর সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন মিলে স্কোর বোর্ডে ৪৬ রান করেন। টাইগারদের মোট সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২১৬ রান। শেষদিকে বোলারদের কাছ থেকে এমন ব্যাটিং পারফরম্যান্স দেখে পুলকিত টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাদের প্রশংসাও করেছেন তিনি।

এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকার মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘টসের সময় ভেবেছিলাম এই উইকেটে ২৮০-৩০০ রান হবে। কিন্তু ব্যাট করার জন্য উইকেট সহজ ছিল না। তামিম-সাকিব অসাধারণ ব্যাট করেছে। মাঝে আমরা পরপর একাধিক উইকেট হারিয়েছি। নবম, দশম ও ১১তম ব্যাটসম্যান মিলে স্কোরে প্রায় ৪৫ রান যোগ করেছে। কোচের সাথে তারা যেটা করছে সেটা অনেক ভালো। মোস্তাফিজ ব্যাটিং অনুশীলন করছে। সেটি কাজে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন বল করতে নেমেছি তখন ছেলেদের কাছ থেকে পেশাদার পারফরম্যান্স চেয়েছি। তারা সেটি দিয়েছে। ছেলেরা যেভাবে খেলছে সেটা দারুণ। ইনটেনসিটি ও মোমেন্টাম ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আশা করি, টুর্নামেন্টের বাকি অংশ আমরা এটি ধরে রাখতে পারব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া