adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে দ.আফ্রিকার রেকর্ড রান

South African batsmen Quinton de Kock plays the shot during the 3rd ODI match at the Buffalo Park, in East London, on October 23, 2017. / AFP PHOTO / MICHAEL SHEEAN        (Photo credit should read MICHAEL SHEEAN/AFP/Getty Images)  নিজস্ব প্রতিবেদক : তিনটি ওয়ানডের একটিতেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিংধার দেখাতে পারলো না টাইগার বোলাররা। গতকাল শেষ ওয়ানডেতেও স্বাগতিকরা মাশরাফিদের বিরুদ্ধে ৩৬৯ রানের পাহাড় গড়েছে। হারের পর হার আর লজ্জার বোলিং প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৬৯ রানের পাহাড় গড়ে তুলেছে স্বাগতিকরা।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান ছিল ৩৫৮।
হোয়াইটওয়াশ এড়াতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনও বিকল্প নেই। কারণ, সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে  সিরিজ জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে কুইন্টন ডি কক ৭৩, ফাফ ডু প্লেসিস ৯১ ও এইডেন মার্করাম ৬৬ রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২টি, তাসকিন আহমেদ ২টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট নেন। পেসার রুবেলের উইকেট শিকারের সেঞ্চুরি আর হল না। তিনটি উইকেট পেলে শততম শিকারে অনন্য গৌরব আর্জন করতেন রুবেল।  
ইস্ট লন্ডনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে দলীয় ১১৯ রানে প্রথম উইকেট হারায় তারা। মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের হাতে ক্যাচ হন টেম্বা বাভুমা। তিনি করেন ৪৮ রান। এরপর দলীয় ১৩২ রানে কুইন্টন ডি কককে ফেরান মিরাজ। নিজের বলে নিজেই ক্যাচ নেন তিনি। ডি কক করেন ৭৩ রান। ৪১তম ওভারের প্রথম বলে রান নিতে গিয়ে ইনজুরি পেয়ে মাঠ ছাড়েন ফাফ ডু প্লেসিস। ৬৭ বল খেলে ৯১ রান করেন তিনি। একই ওভারের শেষ বলে রান আউট হন ওয়ানডেতে আজ অভিষেক ম্যাচ খেলতে নামা এইডেন মার্করাম। তিনি করেন ৬৬ রান।
দক্ষিণ আফ্রিকার দলীয় রান যখন ৩২৫ তখন রুবেল হোসেনের বলে মাশরাফি বিন মর্তুজার হাতে ক্যাচ হন এবি ডি ভিলিয়ার্স। ১৫ বল খেলে ২০ রান করেন তিনি। ইনিংসের ৪৭তম ওভারে দুইটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলে উইয়ান মাল্ডার ও শেষ বলে আন্দিল ফেহলাকওয়েওকে সাজঘরে ফেরান তিনি। জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্যে বাংলাদেশ খেলতে নেমে শুরুতেই হোঁচট খেলো। তারা ৫ ওভারে ২০ রানে তিন ইউকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে রয়েছে। মাঠছাড়া হয়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস। দুরাবস্থা কাটিয়ে উঠতে মুশফিক ও সাকিব ধীরস্থির ব্যাটিং করছেন। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে ৩ উইকেটে ২৬ রান সংগ্রহ করে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া