adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দ. আফ্রিকার কাছে হােয়াইটওয়াশ হলেও পাকিস্তানকে টপকানোর সুযোগ!

A A Aস্পাের্টস ডেস্ক : র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করে ইতিমধ্যে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে খলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। বাংলাদেশকে এখন আর বাছাই পর্ব খেলতে হবে না। যে কারণে বাছাই পর্বের ভেন্যু বাংলাদেশ ছেড়ে চলে গেছে জিম্বাবুয়েতে। বাংলাদেশের চোখ তাই আপাতত র‌্যা্ঙ্কিংয়ে নেই। তারপরেও টাইগারদের সামনে পাকিস্তানকে টপকে ছয নম্বরে ওঠার সুযোগ অপেক্ষা করছে।

ক্রিকেটে  অনেক কিছুই ঘটে। এ কারণে এই কঠিন সমীকরণটা সামনে আসছে। রােববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্টের ফলই বলে দিচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ মোটেও সহজ হবে না। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে ধবল ধোলাই হতে হয়েছিল অজিদের। সেখানে বাংলাদেশের কাছ থেকে খুব বেশি আশাও করা কঠিন।

তবে মাশরাফির দল বলে কথা! ভালো কিছু তো হয়েও যেতে পারে। হ্যাঁ, ভালো কিছু হয়ে গেলে র‌্যাঙ্কিংয়ে ভালো ফলও অপেক্ষা করছে টাইগারদের জন্য। এমনকি পাকিস্তানকে পিছনে ফেলে প্রথমবারের মতো ছয় নম্বরে সুযোগ অপেক্ষা করছে। রেটিং পয়েন্টে প্রথমবারের মতো সেঞ্চুরিও করতে পারে বাংলাদেশ।

বর্তমান বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৪। দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচে সিরিজে ধবল ধোলাই করতে পারলে এক লাফে ১০০ পয়েন্টে উঠে যাবে বাংলাদেশের দল। যেটা আসলে খুবই কঠিন। অনেকটা অসম্ভবও।

তবে ৯৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা পাকিস্তানকে টপকানো খুব কঠিন কিছু হবে না। তার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত একটা ম্যাচ জিততে হবে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ভালো করতে হবে শ্রীলঙ্কাকে।

লঙ্কানকের কাছে ৩-২ ব্যবধানে হারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ৯৩। সেক্ষেত্রে পাকিস্তানকে পিছনে ফেলে ছয নম্বরে ওঠার ভালো সুযোগ এসে যাবে বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে যত ভালো করবে শ্রীলঙ্কা, ততই সুখবর বাংলাদেশের জন্য। যদি ৪-১ ব্যবধানে শ্রীলঙ্কা সিরিজ জিতে তাহলে দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাই হয়েও পাকিস্তানকে টপকে ছয় উঠে যাবে বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া