adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতে ২৩ ফুট লম্বা অজগরের কামড়, অতঃপর সাপটিকে হত্যা

S N A K Eআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ২৩ ফুট লম্বা অজগর রাস্তা আটকে পড়েছিল, সরাতে গেলে রবার্ট নাবাবান নামের এক ব্যক্তির হাত কামড়ে তাকে কুণ্ডলী পাকিয়ে পেঁচিয়ে ধরতে থাকে। কিন্তু নাবাবানের সঙ্গে পেরে ওঠেনি অজগরটি, শেষ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াইয়ে হার মানতে হয় বিশালাকৃতির সরীসৃপটিকে।
 
জানা গেছে, সুমাত্রা দ্বীপের রিয়াও প্রদেশের এক রাস্তা আটকে পড়ে ছিল অজগর সাপটি। নাবাবান মোটরসাইকেলে করে পার হওয়ার সময় বাধাগ্রস্ত হন, তখন অন্য আরো দুই পথচারীর সঙ্গে মিলে সাপটিকে সরানোর চেষ্টা করেন। কিন্তু নাবাবানের হাত কামড়ে ধরে সাপটি, এরপর কুণ্ডলী পাকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু সাপটি শেষ পর্যন্ত লড়াইয়ে হার মানে। সাপটিকে হত্যার পরে মোটা দড়ি দিয়ে দুটি পিলারের মধ্যে বেধে ঝুলিয়ে রাখা হয়ে হয়েছে।
 
 
যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে জঙ্গল পরিষ্কার পাম গাছের বাগান তৈরি করা হয় যা থেকে তেল তৈরি হয়। ধারণা করা হয়, সেখানে জঙ্গল পরিষ্কারের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র দিয়ে নাবাবান বা অন্য পথচারীদের একজন সাপটিকে হত্যা করে। সাপটি রেটিকুলেটেড পাইথন যা ২৩ ফুট লম্বা হয়। বিশ্বের দীর্ঘতম সরীসৃপ হিসেবে পরিচিত এই ধরণের অজগর পূর্ণবয়স্ক শুকর এবং কখনো কখনো মানুষ গলাধঃকরণ করতে সক্ষম। গত ২৭ মার্চ সুলাওয়েসিতে একটি ২৩ ফুট লম্বা অজগরের পেট থেকে আকবর সালুবিরো নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। টেলিগ্রাফ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া