adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সােমবার শেষ দিন – ৭ উইকেট হাতে নিয়ে কতদূর যাবে বাংলাদেশ

news imageক্রীড়া প্রতিবেদক : টাইগার সেনাদের প্রত্যাশার শেষ নেই। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট জয়ের কথাও বলেছিলাে।খেলা মাঠে গড়ানাের পর সংবাদ সম্মেলনে সাব্বিরকে দিয়ে টেস্ট ড্র করার কথাও বলা হলাে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইগারদের চাওয়া পাওয়ার সঙ্গে মাঠের চিত্রের কােনই মিল নেই। সােমবার প্রথম টেস্টের শেষ দিন। লম্বা টার্গেটে খেলছে মুশফিকরা। দ্বিতীয় ইনিংসের শুরুটা যা দেখালেন, তাতে শুধু দলের নয়, গােটা দেশেরই ভিত কাঁপিয়ে দিয়েছিলাে।শূন্য রানে ২ উইকেট হাওয়া। এটা তাে টেস্ট, টি-২০ নয়। কথাটা ভুলেই গিয়েছিলাে বাংলাদেশের ক্রিকেটাররা।শেষ দিনে কী করবে? সাত উইকেট হাতে নিয়ে বিশ্বের সেরা টেস্ট দলের বিরুদ্ধে কতদূর এগুতে পারবে? জয়ের ভাবনা তাে নেই, ব্যাটে বলে ড্র নিয়েই বা কতােটা ভাবছে মুশিফকরা। ড্র হতে পারে, যদি বৈরি আবহাওয়া অনুকূলে থাকে। বলছিলাম বৃষ্টির কথা।   
একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে ড্র করতে। রােববার দুবার বৃষ্টি হয়েছে। ব্যাটিং ব্যর্থতায় তাতেও বিপদ কাটেনি মুশফিকদের। সােমবার পুরো একটা দিন পড়ে আছে। রােববারের মতো সােমবারও যদি বৃষ্টি হয় সেনউইজ পার্কে! আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নিশ্চিত হারের দিকে এগুচ্ছে বাংলাদেশ। ৪২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগাররা বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৯ রান তুলেছে।এখনও ৩৭৪ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে যদিও ৭ উইকেট। কিন্তু তাতেও ম্যাচ বাঁচানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না, একমাত্র বৃষ্টি ছাড়া!

৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ৩২০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬ উইকেটে ২৪৭ রানে নয়ে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪২৪। বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই পেসার মরনে মরকেলের তোপে পড়েন তামিম ও মুমিনুল।কোনো রান না করেই ফিরে যান তারা। ০ রানে হারাতে হয়েছে ২ উইকেট। ভয়াবহ ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। এরপর বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করে যান অধিনায়ক মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। কিন্তু জুটিটা লম্বা হয়নি।কায়েস স্পিনার মহারাজের বলে ফিরেছেন ৩২ রান করে।১৫.৩ ওভারে ৩ উইকেটে রান যখন ৪৯ তখন দ্বিতীয়বারের মতো বৃষ্টি শুরু হয়। দিনের বাকি সময়ে আর মাঠেই গড়ায়নি বল। মুশফিক ১৬ রানে অপরিাজত আছেন।

রােববার চতুর্থ দিনে ৩ উইকেটে ২০৩ রান নিয়ে লাঞ্চে যায় প্রোটিয়ারা। লাঞ্চের পর বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর শুরু হয় মুমিনুলের বোলিং ম্যাজিক। দ্বিতীয় সেশনের শুরুতেই অনিয়মিত বোলার মুমিনুল হকের কল্যাণে উইকেট পায় বাংলাদেশ।৮১ রানে অধিনায়ক ডু প্লেসিসকে এলবির ফাঁদে ফেলেন মুমিনুল।
এরপর তিনি বাভুমাকে ফেরান ৭১ রানে। ডি কককেও আগে বাড়তে দেননি তিনি। ৮ রানে ডি কককে আউট করে টেস্টে প্রথমবারের মতো তিন উইকেট নেন মুমিনুল। এর কিছু পরেই ৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মুমিনুল। ৩০ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া