adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ৫ দিন পেছাল

news imageডেস্ক রিপাের্ট : যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৭ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। শনিবার তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন পিছিয়েছে। আগামী ৭ অক্টোবর তিনি ঢাকায় পৌঁছবেন।’

এর আগে ২ অক্টোবর শেখ হাসিনার দেশে ফেরার কথা ছিল। তবে গলব্লাডারে অস্ত্রোপচার করায় তা পাঁচ দিন পেছানো হলো।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
এরপর ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন। সেখানে তিনি রোহিঙ্গা সঙ্কট সমাধানে ৫ দফা প্রস্তাব তুলে ধরেন।
এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের কর্মসূচি শেষে গত ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে তার রওনা হওয়ার কথা ছিল।
কিন্তু, প্রধানমন্ত্রী ‘হঠাৎ পেটে ব্যথা’ অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন।
গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত আটটায় সফল অস্ত্রোপচার হয় প্রধানমন্ত্রীর।
এরপরই মধ্যে বৃহস্পতিবার শেখ হাসিনা ৭২ বছরে পা দেন। মায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে ওইদিন রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘গত সোমবার রাতে মায়ের গলব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধুই সার্জারিটি করেন। সার্জারিটি অত্যন্ত সফল ছিল। পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’
তিনি বলেন, ‘আজ মার জন্মদিনও। কিন্তু, আমরা তেমন কিছু করছি না। কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’
প্রধানমন্ত্রী সুস্থ আছেন জানিয়ে জয় বলেন, ‘মার স্বাস্থ্যের জন্য শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা যারা জানিয়েছেন, তাদের ধন্যবাদ। উনি এখন ভালো আছেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া