adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইসির সঙ্গে সংলাপ – জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে মত দিয়েছেন সাংবাদিকরা

JOURNALISTনিজস্ব প্রতিবেদক : সংবিধানে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা সুষ্ঠু নির্বাচন করতে যথেষ্ট। তাই নির্বাচনের জন্য সেনা মোতায়েনের বিপক্ষে মত দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। এই সময় তিনি আরও বলেন, নির্বাচনের আাগেও পরে সংখ্যালঘুদের নিরপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া বৈঠকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নইম নিজাম বলেন, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সেটা আমাদে দেখতে হবে। পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনী থাকবে কি থাকবে না এটা বড় কথা। তবে সকলে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি অনেক সাংবাদিকরাই বলেন যে, নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করতে হবে এবং একটু সুষ্ঠু অবাদ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।

এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষক নিতিমালাও বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সাংবাদিকরা বলছেন যে, অনেক সময় দেখা যায়, পর্যবেক্ষকরা নির্বাচন চলাকালীন অনেক কিছু করে থাকেন। তা তারা যাতে কোন কিছু না করতে পারে সে দিকেও নজর রাখতে হবে।
একই সাথে উঠে এসেছে কালো টাকার ব্যবহার যাতে বন্ধ করা হয় এবং নির্বাচনি ব্যয় যেনো নিয়ন্ত্রণ করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া