adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফল বিপর্যয়ে ৫ বছরে সর্বনিম্নে কুমিল্লা

COMILLAডেস্ক রিপাের্ট : ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। তবে ফল বিপর্যয় ঘটেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। কুমিল্লায় এবার ৪৯ দশমিক ৫২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫-এর সংখ্যাও। গত ৫ বছরের মধ্যে এবারই কুমিল্লা বোর্ডে পাসের হার সর্বনিম্ন।

এই বোর্ডে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফলাফল মোটামুটি হলেও বিপর্যয় ঘটেছে মানবিক বিভাগের পাসের হারে। বিজ্ঞানে ৭২ দশমিক ৭২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৪৯ দশমিক ৪৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে মানবিক বিভাগে ৪২ হাজার ৩৯৩ জনের মধ্যে পাস করেছেন মাত্র ১৬ হাজার ২৭২ জন। এ বিভাগে গড় পাসের হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।
অর্থাৎ মানবিক বিভাগে গড়ে প্রতি ১০০ জনে ৬২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। মানবিকে কুমিল্লার ছেলেদের পাসের হার মাত্র ৩৬ দশমিক ৮৬  শতাংশ। এছাড়াও এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬৭ পরীক্ষার্থী, বহিষ্কার হয়েছেন ৮১ জন।
এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৭২ জন। পাস করেছেন ৪৯ হাজার ৭০৪ জন। এছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছেন। ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন ৩৮ শতাংশ।

কুমিল্লায় ২০১৩ সালে পাসের হার ছিল ৬১ দশমিক ২৯ শতাংশ, ২০১৪ সালে ৭০ দশমিক ১৪ শতাংশ, ২০১৫ সালে ৫৯ দশমিক ৮০ শতাংশ, ২০১৬ সালে ৬৪ দশমিক ৫৯ শতাংশ, আর এবার ৪৯ দশমিক ৫২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। অর্থাৎ গত পাঁচ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাসের হার।

২৩ জুলাই রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এবার ১০টি বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। কারিগরিতে পাস ৮১ দশমিক ৩৩ শতাংশ,  ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ এবং মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া