adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রোববার – ভারতের তৃতীয় নাকি পাকিস্তানের প্রথম শিরোপা

LONDON, ENGLAND - JUNE 17:  India captain Virat Kohli and Pakistan captain Sarfraz Ahmed hold the ICC Champions Trophy ahead of tomorrow's final at The Kia Oval on June 17, 2017 in London, England.  (Photo by Gareth Copley/Getty Images) ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে রোববার (১৮ জুন) পর্দা নামছে আঠার দিনব্যাপাী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের। উপমহাদেশের দুই দিকপাল লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হচ্ছে। ওয়ানডে ক্রিকেটে দুই দলের এটি এগারতম সাক্ষাত। এর আগে দুই দলের লড়াইয়ে পাকিস্তান ৭ বার ভারত  ৩ বার জিতেছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থবারের মতো ফাইনাল খেলছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে ভারত প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল ২০০০ সালে। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে রানার আপ হয়েছিল সৌরভ গাঙ্গুলীর দল। ২০০২ সালের আসরেও ফাইনালে উঠেছিল ভারত। সেবার শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এরপর ২০১৩ সালের আসরে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের আসরেও ফাইনালে খেলছে ভারত। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলছে পাকিস্তান। রোববার ভারত জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুলবে তারা আর পাকিস্তান জিতলে তাদের হবে প্রথম।  
তবে কেনিংটন ওভালের প্রশ্নটা একটু ভিন্ন। এখানে অন্তত পাঁচটি ম্যাচ খেলা এমন দল গুলোর মধ্যে জয় পরাজয়ের অনুপাতে পাকিস্তান সবচেয়ে বাজে। এখন পর্যন্ত তারা ৯ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে, হেরেছে সাতটিতে। অপরদিকে ভারতের অনুপাত ০.৬২৫, তারা ১৪ ম্যাচে আটটি হারের বিপরীতে জয় পেয়েছে পাঁচটিতে। সুতরাং এই ওভালে অভিজ্ঞতার আলোকে পাকিস্তান থেকে ভারত এগিয়ে। ওই অভিজ্ঞতার কথা তুলে ধরেই ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি তো হুঙ্কার তুললেন পাকিস্তানের বিরুদ্ধে। খেলা মাঠে গড়ানোর আগেই বলে দিলেন, ভারত ট্রফি হাতে বীরের মতো মাঠ ছাড়বে।
ওদিকে পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান রীতিমত প্রতিশোধ চাইলেন। তিনি তার দেশের ক্রিকেটারদের উদ্দেশে বললেন, গ্রুপ পর্বে ন্যাক্কারজনকভাবে ভারতের কাছে হেরেছো, এবার ফাইনালে প্রতিশোধ নাও। গুরুর কথায় সায় দিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ভাগিদার হতে আমরা সবাই মনপ্রাণ উজার করে খেলবো। ভারত দলপতি কোহলি সোজা-শাপটা বললেন, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখবো সঙ্গে   চ্যাম্পিয়ন্স ট্রফিও অক্ষুণœ রাখবো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া