adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমান যাত্রীরা পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন স্মার্টফােন

SMART PHONEডেস্ক রিপাের্ট : পৃথিবী এখন হাতের মুঠোয়-স্মার্টফোনের মাধ্যমে এর সত্যতা দারুনভাবে যাচাই করা যায়। নানা দেশে মানুষ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অনেক সেবা উপভোগ করছে এ স্মার্টফোনের মাধ্যমেই। যেমন স্মার্টফোনে  দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীরা পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবে নিজেদের স্মার্টফোন। স্মার্ট ইউএই ওয়ালেট নামের এক নতুন সার্ভিসের মাধ্যমে যাত্রীদের বিমানযাত্রায় এ সুযোগ করে দিয়েছে আরব আমিরাত। 
মঙ্গলবার দুপুরে  দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে দেশটির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা বিমান সংস্থা এমিরাতস এয়ারলাইনসের সহযোগে এ সেবাটি উদ্ভোধন করেন।
নতুন এ সুবিধার কারণে প্রতিজন যাত্রী নয় থেকে বার সেকেন্ডের মধ্যেই যাত্রার জন্য ছাড়পত্র লাভ করবে। আপাতত একটি বিমান সংস্থা দিয়ে এ সুবিধা চালু হলেও শীঘ্রই অন্যান্য সংস্থার আওতায়ও এ নতুন ব্যবস্থা চালু করা হবে জানালেন এক কর্মকর্তা।
সেবাটি উদ্ভোধনকালে দুবাইয়ের পুলিশ কমিশনার লে.জে. দাহি খালফান তামিম বলেন, “এই স্মার্ট ওয়ালেট যাত্রীদের সময় বাঁচাবে এবং তাদের জরুরী কাগজপত্র এবং পাসপোর্ট রক্ষা করবে। যাত্রীদের শুধুমাত্র স্মার্ট গেটে স্মার্টফোন ব্যবহার করতে হবে এবং তাদের আঙ্গুলের ছাপ স্ক্যান করতে হবে।”
এমিরেটস এয়ারলাইনের সামি আকিলান বলেন, “যাত্রীদেরকে এখন থেকে তাদের পাসপোর্ট বহন করতে হবে না। এমনকি বোর্ডিং পাসও সাথে রাখতে হবে না। কারণ নাম, আসন নম্বর, এবং ফ্লাইট নম্বরসহ যাবতীয় তথ্য এর মধ্যে দেয়া থাকবে।”
সূত্র: গালফ নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া