adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার শ্রীলঙ্কাকেও ভর্তা বানাতে চান কোহলি

India's Virat Kohli speaks to a teammate as he waits his turn to bat in the nets during a training session at Lord's cricket ground in London, Tuesday, July 15, 2014.  India are due to play England in the second cricket test match of the series at Lord's starting on Thursday.  (AP Photo/Matt Dunham) স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কতো উত্তেজনাই না ছিল! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম আকর্ষণীয় ও টপ টিকেট সেলিং ম্যাচ। কিন্তু সেই ম্যাচেই কি না পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিল বিরাট কোহলির ভারত! এজবাস্টনে কোহলিদের ১২৪ রানের বড় জয় বলে দিচ্ছে ওখানে প্রতিপক্ষ কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। ভারতের কাছে স্রেফ গুড়িয়ে গেছে। ভারতকে যে ভর্তা বানিয়ে ছেড়েছে কোহলির ভারত, ঠিক একই ভাবে বৃহস্পতিবার কেনিংটন ওভালে শ্রীলঙ্কাকেও ভর্তা বানাতে চান কোহলি। ‘বি' গ্রুপের খুব গুরত্বপূর্ণ ম্যাচটিতে দুই এশিয়ান প্রতিপক্ষ মুখোমুখি বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।
ভারত দুবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে। একবার যুগ্মভাবে, শ্রীলঙ্কার সাথেই। শ্রীলঙ্কার ওই একবারই শিরোপার স্বাদ নেওয়া। কোহলিরা ২০১৩ সালে সেই স্বাদ আবার নিয়ে এখনো চ্যাম্পিয়ন। আর লঙ্কানদের তুলনায় এবারের আসরে খুবই ফেভারিট তারা। সেই দাপট তো দর্শকরা এর মধ্যে দেখে ফেলেছে। ৪৮ ওভারেই পাকিস্তানের বিপক্ষে ৩১৯ রান করেছিল ৩ উইকেটে। বৃষ্টিতে টার্গেট ছিল ২৮৯। পাকিস্তান সেটা তাড়া করতে গিয়ে অল আউট হয় মাত্র ১৬৪ রানে।
লঙ্কানদের অবস্থাও পাকিস্তানের মতো করে এখন সেমি-ফাইনালে উঠে যাওয়ার দিকে চোখ কোহলির। 'এই টুর্নামেন্টে সব ম্যাচকেই বড় বলতে হবে। তবে কিছু তরুণ তারকা নিয়ে আমাদের দল দারুণ। ওটা আমাদের জন্য বড় জয় ছিল। অধিনায়ক হিসেবে এটা আমার জন্য খুব ভালো ব্যাপার ছিল।' -ক্রিকইনফো

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া