adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাইকে হারিয়ে ফাইনালে পুনে

 Rising Pune Supergiant captain Steven Smith celebrates the wicket of Ambati Rayudu of the Mumbai Indians during The Qualifier 1 match (match 57) of the Vivo 2017 Indian Premier League between the Mumbai Indians and the Rising Pune Supergiant held at the Wankhede Stadium in Mumbai, India on the 16th May 2017 Photo by Ron Gaunt - Sportzpics - IPLস্পাের্টস ডেস্ক : আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রাইজিং পুনে সুপার জায়ান্ট। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক দলকে ২০ রানে হারায় পুনে। টস হেরে আগে ব্যাট করে মুম্বাইকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছিল স্টিভ স্মিথের দল। যে লক্ষ্যের পিছে ছুটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা মুম্বাইয়ের ফাইনালে উঠার আরো একটি সুযোগ অবশ্য থাকলো। বুধবার এলিমিনেটর ম্যাচে জয়ীদের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে রোহিত শর্মার দল।
ঘরের মাঠে লক্ষ্য তাড়া করতে নেমে এদিন বাজে ভাবে ব্যর্থ মুম্বাই ব্যাটসম্যানরা। একমাত্র ওপেনার পার্থিব প্যাটেল ছাড়া আর কেউই দাড়াতে পারলেন না। ১১.১ ওভারে মাত্র ৭৫ রানে ৫ উইকেট হারিয়েই ম্যাচ পুনের হাতে তুলে দেয় মুম্বাই ব্যাটসম্যানরা। প্যাটেল ৪০ বলে ৫২ রান করেন। এছাড়া আর কেউই নিজেদের ব্যাক্তিগত রান বিশের ঘরের নিতে পারেননি। দারুণ বল করেছেন পুনের বোলাররা। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ সেরাও তিনি। এছাড়া শারদুল ঠাকুরও পেয়েছেন ৩ উইকেট।
এরআগে টস জিতে আগে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে ও ঋদ্ধিমান সাহার ফিফটি ও মহেন্দ্র সিংহ ধোনির ঝড়ো ৪০ রানের ইনিংসে ৪ উইকেটে ১৬২ রানের পুঁজি পায় পুনে। মনোজ তিওয়ারির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৮ রান। রাহানে করেন ৫৬ রান। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া