adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকা সিরিজেও থাকছেন নাসির!

Bangladesh cricketer Nasir Hossain successfully appeals for a Leg Before Wicket (LBW) decision against Zimbabwe cricketer Craig Ervine during the third one-day international (ODI) match between Bangladesh and Zimbabwe at the Sher-e Bangla National Stadium in Dhaka on November 11, 2015.  AFP PHOTO/ Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স সত্বেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে অলরাউন্ডার নাসির হোসেন।এ নিয়ে চারদিকে সমালোচনা। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ। অবশেষে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে নাসিরকে। নেওয়া হয়েছে আয়াল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয সিরিজে(যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তিনি )।

প্রধান নির্চাচক মিনহাজুল আবেদীন নান্নু আভাস দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরেরও দলে থাকতে পারেন নাসির। নান্নু বলেন,‘সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে আমাদের। আয়ারল্যান্ড সফরে নাসিরকে অভ্যস্ত করা দরকার। এই কন্ডিশনে আমাদের অনেক খেলোয়াড়ই ক্রিকেট খেলেনি। আর সামনে আমাদের অনেক অ্যাওয়ে সিরিজ আছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের বড় সিরিজ, সেই হিসাব করেই ১৮ জন নিয়ে যাচ্ছি।নাসির অনেকদিন ধরে দলের বাইরে আছে। টিম ম্যানজমেন্ট তাকে  নিয়ে কাজ করবে। ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে ওকে দেখা হবে। যেহেতু ওর অভিজ্ঞতা আছে, আশা করি তাড়াতাড়ি আগের ছন্দে ফিরবে।’

নাসিরকে আয়ারল্যান্ড সফরে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে নান্নু বলেন,‘নাসির হোসেন অনেক দিন ধরে দলের সঙ্গে নেই। বিভিন্ন সফরে তাকে রাখা হয়নি। এক্ষেত্রে আমরা তাকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলে এনেছি। ও ইমার্জিং কাপে ভালো খেলেছে এবং ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট ভালো খেলেছে।’ যেন আন্তর্জাতিক ক্রিকেটের আবহ থেকে দূরে সরে না যায়, এ জন্য তাকে ইমার্জিং কাপে নেওয়া হয়েছিল। ওর মনোযোগটা আন্তর্জাতিক ক্রিকেটে কতটা আছে, সেটা দেখা হয়েছে। তাতে আমরা সন্তুষ্ট হয়েছি বলেই ওকে ত্রিদেশীয় সিরিজের দলে নেওয়া হয়েছে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া