adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে শুভ সূচনা বাংলাদেশের

Bangladesh cricketer Tamim Iqbal raises his bat in celebration after scoring a century (100 runs) during the first one day international (ODI) cricket match between Sri Lanka and Bangladesh at The Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on March 25, 2017. / AFP PHOTO / Ishara S. KODIKARA        (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images) স্পোর্টস ডেস্ক : অবশেষে এক র‌্যাঙ্কিংয়ে উন্নতি পেতে এক ধাপ এগিয়ে গেলো মাশরাফিরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৯০ রানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়াতে সিরিজে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ শেষ উইকেটটি পেতে বেশ দেরিই হয়ে গেলো। ৪৬তম ওভারেরে প্রথম বলে এসে আউট হন অনেক্ষণ ধরে চোখ রাঙানো থিসারা পেরেরা। লঙ্কানদের শেষ সূর্য ডুবার আগে পেরেরা ব্যাট অবশ্য ৩৫ বলে ৫৫ রান হাঁকিয়েছে। মোস্তাফিজ অবশ্য তিনটি উইকেট নিয়ে এই ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের দাবিদার।

৪৪তম ওভারের শেষ বলে এসে মিরাজের বলে সিঙ্গেল রান নিতে গেলে মোস্তাফিজের থ্রোতে আউট হয়ে সাজঘরে ফেরেন সান্দাকান। ব্যক্তিগত সংগ্রহ ৩ রান। লঙ্কানদের রান তখন ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান।

এরপর অনেক্ষণ ধরেই চোখ রাঙাচ্ছিলেন সুরাঙ্গা লাকমাল। তাকেও ফেরালেন মোস্তাফিজুর রহমান। লঙ্কান শিবিরে রানের চাকা তখন ৮ উইকেট হারিয়ে ২০৮ রান।

প্রথম উইকেটটি শিকারের পর মাশরাফি আর উইকেট পাননি। শেষে এসে সপ্তম উইকেটটি শিকার করেন মাশরাফি। শ্রীলঙ্কার রান তখন ৭ উইকেট খুইয়ে ১৭১ রান। এই নিয়ে এই ম্যাচে মাশরাফির এটি দ্বিতীয় উইকেট। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া