adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোল্টে বিধ্বস্ত হয়ে সিরিজ হারল অস্ট্রলিয়া

Trent Boult of New Zealand bowls during the one-day international cricket match between New Zealand and Australia at Seddon Park in Hamilton on February 5, 2017. / AFP / MICHAEL BRADLEY        (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)স্পাের্টস ডেস্ক : ক্যারিয়ার সেরা বোলিং করলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, ৩৩ রানে ৬ উইকেট।

মূলত তার একার কাছেই অসহায় আত্মসমর্পণ করে সফরকারী অস্ট্রেলিয়া হারল ২৪ রানে। এই হারের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হাতছাড়া হল সফরকারীদের।

হ্যামিলটনে টস জিতে রস টেইলরের ১০৭ রানে ভর করে অজিদের সামনে ৯ উইকেটে ২৮২ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ১৮ বল বাকি থাকতে অ্যারন ফিঞ্চরা গুটিয়ে যায় ২৪৭ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক ফিঞ্চ। এছাড়া টিম হেড ৫৩ এবং মার্কাস স্টইনিস ৪২ রান করেন।

ম্যাচসেরা বোল্ড ছাড়া কিউইদের পক্ষে মিশেল স্যাটনার দুটি এবং কেন উইলিয়ামসন একটি করে উইকেট তুলে নেন।

ব্যাট হাতে স্বাগতিক নিউজিল্যান্ডের পক্ষে টেইলর ছাড়া ৬৩ রান করেন ডিন ব্রাউনলি। আর মিশেল স্যাটনার ৩৮ রানে অপরাজিত ও উইলিয়ামসন ৩৭ রান করেন।

অজি বোলারদের মধ্যে মিশেল স্টার্ক ও জেমস ফকনার ৩টি করে উইকেট নেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া