adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভরা শীতে গাছে গাছে দুলছে আমের মুকুল

MUKULডেস্ক রিপাের্ট : পৌষ শেষে শুরু হয়েছে মাঘ। চারদিকে মৃদ্যু বাতাস আর কুয়াশায় ঠান্ডা যেন গোট দেশকে ঘিরে ধরেছে। তবে এ সময়টাতে আম গাছে এসেছে নবরূপ। প্রতি বছরের মতো এবারও ঝিনাইদহের বিভিন্ন এলাকার আমগাছগুলোতে দুলতে শুরু করেছে আমের মুকুল।

পৌষের শেষ দিকে শুরু হয় মুকুল ধরা। এ মাসের শুরুতে তীব্র শীতের কারণে মুকুল ধরা কিছুটা থমকে গেলেও এখন গাছে গাছে ভরে গেছে আমের মুকুলে। বাতাসে ভেসে বেড়াচ্ছে সুন্দর গন্ধ। মুকুল জানান দিচ্ছে মুধমাস সমাগত।

বাগান মালিকরা বলেন, ‘তাপমাত্রা বাড়লে মুকুল ধরা আরও বেড়ে যাবে। গাছে মুকুল দেখে অনেক বাগান মালিক আশান্বিত হয়েছেন।’

তাদের কথা মুকুল ধরলেও আমের ফলন ভাল হবে বলা যায় না। আমের মুকুলের পদে পদে শত্রু। ঘন কুয়াশা ও বৈরি আবহাওয়ার কারণে মুকুল ঝরে যেতে পারে। তাই গাছ মালিকরা এখন থেকেই যথেষ্ট সচেতন।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের আমচাষি আমিন হোসেন জানান, আমগাছগুলো এখন মুকুলে ভরে গেছে। তাই পরিচর্যাও শুরু করে দিয়েছেন রীতিমত। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক বলেন, ‘জানুয়ারি মাসের শেষ দিকেই মূলত আমগাছে মুকুল আসা শুরু হয়। আগাম যেসব গাছে মুকুল আসছে তা কেবল আবহাওয়াগত ও জাতের কারণে। বর্তমানে আবহাওয়া আম চাষিদের অনুকূলে আছে।’

এ পরিবেশ বজায় থাকলে আমের ফলনও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া