adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঁওতাল-গারো’য়াল পাশে (সালেম সুলেরী)

2সাঁওতাল পাশে দাঁড়াবো সহাসে, আসছি।
গারো বেগতিক, মারমা দ্রাবিড়, মানবিক মুখ,
বেদনার স্রোতে ক্রোধ-ফেনা হয়ে ভাসছি।

3জমিন যাচ্ছে। বন্দোবস্ত–স্বপ্নমেঘেরা ঝরতি,
চেনে নিপীড়ন, নির্বাসনেও ধামালিরা বেসামাল,
কে সামাল দেবে, দখলবাজকে, ধকলবাজকে
নকলরাজকে…
দেশে দেশে আজ সংখ্যালঘুর সুখের লগন পড়তি।
যদিও মানুষ ঘরজীবী তবে-
হৃদয়ে মননে আদানে-প্রদানে নীড়-নিবেদনে
সমাজে নিকটবর্তী।

কি ছিলো অতীত, পিঠাপিঠি আর পিঠ চুলকানো!
4সাম্প্রদায়িক গন্ধ তাড়ানো বুননের কাঁথা,
নাক ডোবানোর প্রশান্ত শীত ঘুম।
সলতে প্রদীপ, হারিকেন থেকে বিজলী বাতিও
কতো যুগ এসে দেখে গেছে রূপ- হাসছি,
কিন্তু এখন বেদখল যুগ, নিয়তির জ্বর, কাশছি।
ঘোর প্রতিবাদে, জোর প্রতিরোধে বিশ্বমানব-
প্রতিকার হয়ে ওহে সাঁওতাল ওহে গারো’য়াল
সংখ্যালঘুর নব-তরোয়াল, আসছি-
বিবেকবিশ্ব ঈশ্বরছুঁয়ে নিঃশ্ব-বেদনা নাশছি,

জ্ঞান-লাঠি-রায়, দ্রুত বজরায় সাহসী বাতাসে ভাসছি।
ভগবান নয়। সত্যিকারের মানবমর্ম, আসছি।
বর্ম ঠেকাতে মানবধর্ম, মানবকর্ম- আসছি।
দৈত্য-দখলে দম্ভ দমাতে দৈব দমক- আসছি
আসছি সদলে আসছি…

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া