adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ নভেম্বর বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু

manjuডেস্ক রিপাের্ট : বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-২২ (২২ সেশন অব দ্য কনফারেন্স অব দ্য পার্টিজ) শুরু হচ্ছে আগামী ৭ নভেম্বর। মরক্কোর মারাকেশ শহরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব জলবায়ু সম্মেলন-২০১৬ উপলক্ষে বুধবার (০২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেছেন, ‘প্রথম বলা হয়েছিল প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তিনি সম্মেলনে যাবেন না। শেষ পর্যন্ত পরিবেশের গুরুত্ব উপলব্ধি করে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি (প্রধানমন্ত্রী) এ সম্মেলনে যাচ্ছেন। এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য হবে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণ করা।’

সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘গত বছর প্যারিসে অনুষ্ঠিত ২১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গৃহীত প্যারিস চুক্তি গত ২২ এপ্রিল স্বাক্ষর এবং ২১ সেপ্টেম্বর অনুসমর্থন করে বাংলাদেশ। প্যারিস চুক্তিতে গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।’

তিনি আরো বলেছেন, ‘এ পর্যন্ত (২৪ অক্টোবর) ১৯১টি দেশ প্যারিস চুক্তিটি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ মোট ৮৪টি সদস্য দেশ চুক্তিটি অনুস্বাক্ষর করেছে।’

সচিব আরো বলেছেন, ‘প্যারিস চুক্তিটি কার্যকর হওয়ার জন্য ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ করে এমন ৫৫টি দেশের অনুসমর্থনের শর্ত রয়েছে। এ শর্ত পূরণ হওয়ায় আগামী ৪ নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হবে।’

প্যারিস চুক্তিতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রশমন ও অভিযোজনের জন্য সহায়তার কথা বলা হয়েছে জানিয়ে কামাল উদ্দিন বলেছেন, ‘এক্ষেত্রে কমিটমেন্ট হয় উন্নত দেশগুলো প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার এ সংক্রান্ত তহবিলে দেবে। তহবিলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়তা দেওয়া হবে। তহবিলের ৫০ ভাগ যাবে অভিযোজনের জন্য, এরও ৫০ ভাগ যাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য। আমরা এ বিষয়ে আন্তর্জাতিক ফোরামে সরব রয়েছি। আমাদের দায়িত্ব হলো কিভাবে (ক্ষতিগ্রস্ত হিসেবে) তা আদায় করে নিয়ে আসা যায়। আমরা অনেকগুলো প্রকল্প সাবমিট করেছি। গ্রিন ক্লাইমেট ফান্ডে আমাদের বড় বড় প্রকল্প সাবমিট করতে হবে (জলবায়ু তহবিলের টাকা পেতে)। তবে তহবিলের টাকা খরচ করা যাচ্ছে না। কিছু প্রক্রিয়ার মাধ্যমে এটা করতে হয়। সেটার জন্য একটু সময় লাগছে।’

আমাদের অদক্ষতার জন্য কি অর্থ খরচ করা যাচ্ছে না? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পরিবেশ সচিব বলেছেন, ‘আমাদের অদক্ষতার কারণে না, তৃতীয় বিশ্বের দেশগুলোতে অর্থ ব্যবহারের নিয়মনীতি সেভাবে নেই বলে আমরা বলতে পারছি না আমাদের টাকা দাও। চাইলে বলে তোমার অ্যাকাউন্টিং সিসটেম কি, তুমি কিভাবে কি করবে? আমরা তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করছি, শক্তি বৃদ্ধির চেষ্টা করছি। আমাদের তিনটি প্রতিষ্ঠান হয়তো সহসা স্বীকৃতি পাবে। তখন আমাদের প্রকল্প উপস্থাপনের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে।’

সম্মেলনে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশের পজিশন পেপার প্রণয়ন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘অভিযোজন, প্রশমন ও জলবায়ু পরিবর্তন অর্থায়ন সংক্রান্ত বাংলাদেশের নেওয়া কার্যক্রম তুলে ধরে সম্মেলনে একটি বুথ স্থাপন করা হচ্ছে।’

এবার বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা জানতে চাইলে পরিবেশ মন্ত্রী কোনো সংখ্যা না জানিয়ে বলেছেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে কম।’

সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবও উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া