adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেউ কি আছেন মা…নু…ষ….?- কবি শ্রী চণ্ডীদাশ

aajকেউ কি আছেন মা…নু…ষ….?
– শ্রী চন্ডীদাশ আচার্য্য।

প্রতিদিন তাকে আমি দেখি,
উৎসুক দৃষ্টিতে তাকাই
তারপর মাথা নিচু করে চলে যাই।

প্রতিদিন পাড়ায় ঢুকতে তাকে দেখি
প্রাত্যহিক মন্দিরে যাবার রাস্তায় দেখি
অফিস যাবার পথে আমি তাকে দেখি –
সে এক নারী, এক মধ্যবয়স্ক নারী ….।

দুজন জোরালো প্রহরী, দাঁতালো হাসি মুখে
সারাক্ষণ চোখে চোখে রাখে তাকে,
কেউ কাছে যাবার জো নেই;
বুঝবার জো নেই মধ্যবয়স্কার কি আছে, কি নেই,

একদিন প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কাছে গেলাম
দেখলাম তার স্বপ্ন ভরা দুটো চোখ আছে
বুকে বিশাল দুটো পাহাড় আছে
বয়ে চলা বিশাল এক নদী আছে
আছে এক ধোঁয়ায় ধূষরিত পোড়া বন।
 

প্রহরীর হাতে ধরা পড়ে গেলাম –
তারা ছিঃছিঃ করে তেড়ে আসলো আমার দিকে
আমাকে শাঁসালো : এই ছোকরা, ঐ নষ্টার কাছে কি?
চলে যাও, আর স্নানে শুদ্ধ হও।

আমি বল্লাম – না, আমি যাবো না, আর সেও নষ্টা নয়,
বরং তোমরা তাকে নষ্ট করে দিতে চাইছো

প্রহরী দুজন তাদের সব অস্ত্র আমার দিকে উচিয়ে ধরলো,
জনতার ভীড় ক্রমশ বাড়তে লাগলো
জনতার একাংশ আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে চাইলো
প্রহরী দুজনের তাতে সায় ছিলো;
কারণ পুরুষ মানুষের নাকি কোন পাপ থাকেনা।

কিন্তু না,
এভাবে তাকে ফেলে আমি চলে যেতে পারিনা
আমি তার হাত ধরলাম,
জনতার মাঝখানে এনে তাকে দাঁড় করালাম,
আর জনতার উদ্দেশ্যে চিৎকার দিয়ে জানতে চাইলাম
– এখানে কেউ কি আছেন মা….নু….ষ …..?

একবার এই মধ্যবয়স্কার চোখের দিকে তাকান
একবার অনুভবের দৃষ্টি দিয়ে অন্তত দেখুন তাকে,
তোমাদের মতো তার চোখেও বেঁচে থাকার স্বপ্ন আছে,
– তার বুকের দিকে তাকান,
তার বুক জুড়ে দুটো সন্তান পাহাড়ের মতো তাকে জড়িয়ে ধরে আছে,
যা তার স্বামী তাকে ছেড়ে যাবার আগে দিয়ে গেছে।

– একবার তার মুখের দিকে তাকান,
সমস্ত না পাওয়ার বেদনা যেন এক দুঃখভরা নদী;
জীবটাকে সে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অথৈই সমুদ্রে।

– একবার তার বয়সের আকাঙ্খার দিকে তাকান,
তারও যৌবন আছে, যা তাকে সারাক্ষণ পুড়িয়ে মারে।

কেউ কি আছেন মা…নু…ষ……?
'ধর্ম আর সমাজ' নামক এই দুই প্রহরীর হাত থেকে বাঁচিয়ে
এই মধ্যবয়স্কা কে দান করবে একটি জীবন।
আছেন কেউ মা….নু…..ষ ….?

রচনাকালঃ 22 অক্টোবর, 2016 খ্রীষ্টাব্দ।

উতসর্গঃ সেইসব নারীদের, যারা এমন এক বয়সে স্বামী হারা হয়েছেন, ডিভোর্স অথবা বৈধব্যের কারণে, যাদের আছে ছোট ছোট সন্তান, যাদের কাঁধে একদিকে সন্তানদের মানুষ করার চিন্তা, অন্যদিকে ইচ্ছা ও স্বপ্নের নির্মম মৃত্যু বয়ে চলতে হয় তাদের কে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া