adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিঞ্চের ব্যাটে গুজরাট লায়ন্সের সহজ জয়

Aron Finch of Gujrat Lions plays a shot during match 3 of the Vivo Indian Premier League ( IPL ) 2016 between the Kings XI Punjab and the Gujarat Lions held at the IS Bindra Stadium, Mohali, India on the 11th April 2016Photo by Prashant Bhoot/ IPL/ SPORTZPICSক্রীড়া প্রতিবেদক : আইপিএলের এবারের আসরের তৃতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট লায়ন্স।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে কিংস ইলেভেনের দেয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭.৪ ওভারেই জয় ছিনিয়ে নেয় গুজরাট।

শুরুতে উদ্বোধনী ব্যাটসম্যান নাথান ম্যাককালাম ব্যক্তিগত শুন্য রানে আউট হলেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিন্সের ৪৭ বলে ৭৪ রানের ইনিংসের ওপর ভর করে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় গুজরাট।

দলীয় ১ রানে ম্যাককালামকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গুজরাট লায়ন্স। কিন্তু সেই চাপ বুঝতে দেননি ফিঞ্চ। ম্যাককালামের বিদায়ের পর সুরেশ রায়নাকে নিয়ে গড়ে তোলেন ৫১ রানের জুটি। দলীয় ১১৭ রানে যখন আউট হন তখন ফিঞ্চের নামের পাশে জ্বলজ্বল করছিল ৭৪ রানের একটি ইনিংস। মাত্র ৪৭ বলে খেলা তার ইনিংসে কোনো ওভার বাউন্ডারি না থাকলেও ছিল ১২টি চারের মার। পরে দিনেশ কার্তিক ২৬ বলে ৪১ রান করলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট লায়ন্স।

কিংস ইলেভেনের পক্ষে সন্দ্বীপ শর্মা, মিশেল জনসন, স্টয়নিস ও সাহু একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব।

উদ্বোধনী জুটিতে মাত্র ৮.১ ওভারেই ৭৮ রানের বড় পার্টনারশিপ গড়ে তোলে মুরালি বিজয় ও ম্যানন ভোরা। কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে ভোরা ব্যক্তিগত ৩৮ রান করে আউট হয়ে যায়। পরে ১০২ রানের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে রানের গতি অনেকটা শ্লথ হয় পাঞ্জাবের।

শেষ দিকে ঋদ্ধিমান শাহা ২০ ও মার্কাস স্টোইনিজ ২২ বলে ৩৩ রান করলে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬১ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে মুরালি বিজয়ের ব্যাট থেকে। ৫টি চার ও একটি ছক্কার সাহায্য ৩৪ বলে তিনি এই রান করেন।

ক্যারিবীয় চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো ২২ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ২ উইকেট দখলে নেন রবিন্দ্র জাদেজা।

ম্যাচসেরা হয়েছেন অ্যারেন ফিঞ্চ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া