adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় – সেমির পথে অস্ট্রেলিয়া

Pakistan's Shahid Afridi walks from the field after he was dismissed for 14 runs during their ICC World Twenty20 2016 cricket match  against Australia in Mohali, India, Friday, March 25, 2016. (AP Photo/Altaf Qadri) ক্রীড়া প্রতিবেদক : মোহালিতে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে দিয়েছে অজিরা। এ জয়ে সেমিফাইনালের আশাও বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে সুপার টেন থেকেই শেষ হয়ে গেছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।

গ্রুপ ‘১’ থেকে নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে খেলবে কারা, তার ফয়সালা ২৭ মার্চ। এদিন ভারত অস্ট্রেলিয়ার মধ্যেকার বিজয়ী দল উঠে যাবে শেষ চারে।

পাকিস্তানের সামনে ছিল বিশাল টার্গেট। ১৯৪ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবে, সেটা ভাবা দূরাশা। হলোও তাই। ৮ উইকেট হারিয়ে পাকিস্তান করতে পারলো ১৭২।

শুরুটাই হয়েছিল পাকিস্তানের বাজে। মাত্র ১ রানে ফিরে যান ওপেনার আহেমেদ শেহজদ। এরপর শারজিল, খালিদ লতিফ, উমর আকমল, শহিদ আফ্রিদি, শোয়েব মালিকরা চেস্টা করেছিলেন। কিন্তু শোয়েব মালিক ছাড়া অন্যদের চেষ্টা পর্যাপ্ত ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। অন্যপ্রান্তে একাই লড়ে যান শোয়েব মালিক। ২০ বলে ৪০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শোয়েব। খালিদ লতিফ ৪১ বলে ৪৪ রান করেন। এছাড়া উমর আকমল ৩২, শারজিল খান ৩০ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন।

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তাদের শুরুটা ছিল মোটামুটি।২৮ রানে প্রথম উইকেট হারায় অজিরা।

ইনিংসের চতুর্থ ওভারে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার উসমান খাজা। ষষ্ঠ ওভারে ডেভিড ওয়ার্নারকেও বোল্ড করেন ওয়াহাব রিয়াজ।

অষ্টম ওভারে অ্যারোন ফিঞ্চকে বোল্ড করেন ইমাদ ওয়াসিম। ১৪তম ওভারে ইমাদ ওয়াসিমের বলে আহমেদ শেহজাদের হাতে ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। পরের দিকে অধিনায়ক স্মিথ, ও ওয়াটসনের দারুণ ব্যাটিংয়ে বড় স্কোর গড়ে তোলে অস্ট্রেলিয়া।

অজিদের পক্ষে উসমান খাজা ২১, অ্যারোন ফিঞ্চ ১৫, ডেভিড ওয়ার্নার ৯, স্টিভেন স্মিথ ৬১*, গ্লেন ম্যাক্সওয়েল ৩০, শেন ওয়াটসন ৪৪* রান করেন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ২টি ও ইমাদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া