adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড গড়লেন তামিম

Bangladesh's Tamim Iqbal jumps in the air as he celebrates his hundred runs during the ICC World Twenty20 2016 cricket tournament against Oman at the Himachal Pradesh Cricket Association (HPCA) stadium in Dharamsala, India, Sunday, March 13, 2016. (AP Photo /Ashwini Bhatia) জহির ভূইয়া : বাংলাদেশ ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা টানা রানের মধ্যে ছিলেন না। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও রান পাননি। কিন্তু অবশেষে তারকা এই ওপেনার রানের
ফিরলেন। গড়লেন বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস। এদেশের ক্রিকেট ইতিহাসে তামিম প্রথম ব্যাটসম্যান যিনি প্রথম টি২০ সেঞ্চুরি করলেন। যদিও তিনি এর আগে ৮৮ রান
ছিল ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। যা এবার টি২০ বিশ্বকাপের আসরের বাছাই পর্বের প্রথম ম্যাচেই টপকে যেতে পারতেন। অপরাজিত থেকেছেন ৮৩ রানে। কিন্তু তৃতীয়
ম্যাচে সর্বোচ্চ টপকে গেলেন। আর সঙ্গে টি২০ সেঞ্চুরির ইতিহাস গড়লেন। ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি প্রথম ঘটনা।
এককভাবে দলকে টেনে নিয়ে গেলেন টি২০ বিশ্বকাপের মুল পর্বে। মুল টি-২০ বিশ্বকাপ-২০১৬-এর তিন ম্যাচে ধর্মশালার উইকেটে একক ভাবে তামিমই খেললেন।
বাকিরা কেউ সুযোগ পেয়েছে আবার কেউ কেউ সুযোগই পাননি। টানা তিন ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে মোট  ২৩৩ রান! তিন ম্যাচের মধ্যে তিনি দুই ম্যাচেই অপরাজিত। ৮৩ অপরাজিত, ৪৭ ক্যাট আউট এবং ১০৩ অপরাজিত!
ধর্মশালার উইকেটে নেদারল্যান্ডের বিপক্ষে করলেন ৮৩ রান। ঐ ম্যাচটি ছিল তামিমের ৪৭তম টি২০ ম্যাচ আর ৪র্থ ফিফটি। এর আগে তার ক্যারিয়ারে টি২০ ম্যাচে ব্যক্তিগত
সর্বোচ্চ রান ছিল ৮৮। সে দিন নন-স্ট্রাইকে থাকার কারনে সর্বো”চ রান টপকে
যাওয়ার সুযোগ ছাড়াও ক্যারিয়ারে প্রথম টি২০ সেঞ্চুরির সুযোগ মিস করেছেন
তামিম।

প্রথম ম্যাচে বাংলাদেশ তামিমের কল্যানে ৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে। আর দ্বিতীয়
ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তো বৃস্টি পয়েন্ট কেটে আইরিশদের পকেটে জমা করে
দেয়। সেদিন টানা বৃস্টির পর উইকেটে নেমে তামিম একাই করলেন ৪৭ রান। ক্যাচ
দিয়ে বিদায় নেন তামিম। মিস হয়ে যায় ক্যারিয়ারের ৫ম টি২০ ফিফটি। কিš‘ আজ
একই উইকেটে বৃস্টির আশংকা কেটে যাবার পর তামিম ৫ম টি২০ ফিফটি মিস করলেন
না। ওমানের বিপক্ষে ২ উইকেটে ১৮০ রানের বিশাল সংগ্রহে তামিমের ব্যাট থেকেই
আসে ১০৩ রানের অপরাজিত ইনিংস। এটা তামিমের টি২০ ক্যারিয়ারের ৪৮তম ম্যাচ।
ইনিংসের ১২.১ ওভারে ৩৫ বলে ৫২ করলেন। ফিফটি আসে চারের মার দিয়ে। ৭টা চার
একটি ছক্কা। আর সেঞ্চুরি করতে বল খরচা করলেন ৬১, ১০ চার ও ৬টি ছক্কা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া