adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব- তামিম একাই খললেন, দলীয় পুঁজি ১৫৩

Bangladesh's Tamim Iqbal, left and Mahmudullah cheer each other as they bat during the ICC World Twenty20 2016 cricket tournament against Netherlands at the Himachal Pradesh Cricket Association (HPCA) stadium in Dharmsala, India, Wednesday, March 9, 2016. (AP Photo/Tsering Topgyal)ক্রীড়া প্রতিবেদক :  বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের (৮৩) ব্যাটে ভর করে ১৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জাতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে প্রায় চার বছর পর অর্ধশতক করলেন ছেলের পিতা। অন্যদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ রানের মালিক সৌম্য-সাব্বির, ১৫। মূল পর্বে যাওয়ার পথ সহজ করতে ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ।  বাছাই পর্বে দুই গ্রুপে মোট আটটি দল খেলছে। গ্রুপ দুটি থেকে দুই চ্যাম্পিয়ন মূল পর্বের টিকেট পাবে।

ধর্মশালায় টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। এশিয়া কাপ ফাইনালের একাদশ থেকে আজ বাদ পড়েছেন আবু হায়দার রনি। ফিরেছেন আরাফাত সানি। 

এই নেদারল্যান্ডসের বিপক্ষে হারার তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশের। শুরুতে সেই স্মৃতি মনে করিয়ে দেন সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ দিয়েও বেঁচে যান। কিন্তু কাজে লাগাতে পারেননি সুযোগ। চতুর্থ ওভারের প্রথম বলে উইকেটের পেছনে প্রাণ জমা দিয়ে ফেরেন তিনি, ১৩ বল খেলে করেন ১৫। তামিম ধীরে ধীরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। তাকে রেখে সাব্বির ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অল্পতে ফিরে যান সাকিব আল হাসানও (৫)। এরপর রিয়াদ (১০) ভালো শুরুর ইঙ্গিত দিয়ে মিলিয়ে যান। মুশফিক (০) এসে দ্বিতীয় বলে ফিরলে বড় স্কোর গড়ার আশা ধূসর হতে থাকে টাইগারদের।

নাসিরকে নিয়ে তামিম দেখেশুনে খেলতে থাকেন। ১৮তম ওভারের চতু্র্থ বলে আকাশে বল তুলে ধরা পড়েন নাসির (৩)। অধিনায়ক এসে এক ছয়ে সাত করে ফেরেন। তখনো অপর প্রান্ত আগলে তামিম। 

শেষ ওভারের প্রথম বলে অফস্ট্যাম্পের উপরের বলে পুল করে ছয় মারেন। পরের বলে সিঙ্গেল। সানি এসে তৃতীয় বলটি ব্যাটে লাগাতে পারলেন না। চতুর্থ বলেরও নাগাল পেলেন না। নন-স্ট্রাইকে অপেক্ষায় তামিম। পঞ্চম বলে সানি সিঙ্গেলে গেলেন না। ছয়ই মেরে দিলেন। শেষ বলে হলো দুই, বাংলাদেশ ১৫৩। তামিম অপরাজিত ৮৩। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া