adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেদী-জাকিরের ব্যাটে ভর দিয়ে অনু-১৯ দল ইতিহাস রচনা করল

image002জহির ভূইয়া ঃ প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হল, মঞ্চ অনু-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০১৬। এই প্রথম বার বাংলাদেশ অনু-১৯ ক্রিকেট দল সেমিফাইনালের টিকিট পেয়েছে। এর আগে অনু-১৯ বিশ্বকাপে বাংলাদেশ কোন বারই সেমিতে খেলতে পারেনি। চমক লাগানো নেপাল অনু-১৯ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে মেহেদী হাসানের দল এই ইতিহাস রচনা করল।
মিরপুরের তিন নম্বর উইকেটে বাংলাদেশ অনু-১৯ ক্রিকেট দল প্রতিপক্ষ নেপাল বিপক্ষে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। কারন টস জিতে নেপাল বাংলাদেশকে ২১২ রানের টার্গেট দেয়। আইসিসির সহযোগি ক্রিকেট খেলুড়ে দেশটি টেস্ট খেলুড়ে বাংলাদেশের অনু-১৯ দলের ঘাম ঝড়িয়ে ছেড়েছে। হেসে খেলে মেহেদীরা জয় পেয়েছে। ৪৮.২ ওভারে সংগ্রহ ২১৫। ম্যাচের একটি সময় তো বাংলাদেশ সত্যি পারবে তো! এমন প্রশ্ন ফিসফাস করে প্রেসবক্সের বাতাসে উড়ছিল। শেষ পর্যন্ত ৫ম উইকেটে জোড়া ফিফটিতে ভর দিয়ে চিন্তা মুক্তি (২০.১ ওভারে ১১৭ রানের পার্টনরাশীপ)। মেহেদী (অপরাজিত ৫৫) আর জাকিরের (অপরাজিত ৭৫) ৫ম জুটি সেই লজ্জা থেকে রেহাই দিয়েছে।
বাংলাদেশ অনু-১৯ দল ৭৫ রানেই হারিয়ে বসে ৩ উইকেট! ৯৮ রানে ৪র্থ উইকেটের পতন ঘটলে তো সেমিতে খেলার স্বপ্নটা দূরে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু ৫ উইকেটে ১১৭ রানের বিশাল জুটিই মুলত অনু-১৯ স্বাগতিক দলকে সেমিতে টিকিট পাইয়ে দেয়। অধিনায়ক মেহেদী হাসান আর জাকির হাসানের যৌথ আক্রমনেই নেপাল কাত হয়ে যায়। ৯ র্ফেরুয়ারী পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ যে কোন একটি দলের বিপক্ষে সেমিতে মুখোমুখি হবে।
২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে অনু-১৯ স্বাগতিক দল শুরুতেই ধাক্কা খেয়ে যায়। নেপালের বোলিং-ফিল্ডিং যতোটা হাল্কা ভেবে ছিল বাংলাদেশ ছোটদের ক্রিকেট দল ততোটা হাল্কা ছিল না। ওপেনার সাইফ হাসান ৫ রান করেই এলবি’র ফাঁদে পড়ে যান। অপর ওপেনার পিনাক ঘোষ সঙ্গী পেলেন জয়রাজ শেখকে। বেশ দেখে শুনেই খেলছিল এই দ্বিতীয় জুটি। কিন্তু দলীয় ৬৩ রানের মাথায় বিপত্তি ঘটে যায়। ১৯.২ ওভারে সুশিল ক্যান্ডেলের বলে জয়রাজ দৌড় দিলেন। কিন্তু অপর প্রান্ত থেকে পিনাক ঘোষ ক্রিজ থেকে বের হয়েও ফিওে যাবার ব্যর্থ চেস্টা করলেন। ততোক্ষনে জয়রাজ পিনাকের আগেই তার জায়গায় ব্যাট স্পর্শ করে ফেলেছেন। যা হবার তাই হল, ৩২ রান করা পিনাক রান আউট! আর চাপটা আরও বেড়ে গেলে অনুু-১৯ বিশ্বকাপের শীর্ষ ব্যাটসম্যানের খ্যাতাব পাওয়া নাজমুল হাসান শান্ত ৮ রান করে সন্দীপের বলে ফিরতি ক্যাচে পরিণত হলে।
মিডল অর্ডারে টিকে গেলেও ৩৮ রান করে শেষ অবদি জয়রাজ শেখ দামালার বলে এলবি’র ফাঁদেই পড়লেন। ২৮.১ ওভারে ৯৮ রানে ৪ উইকেটের পতন! ঠিক একই সময় নেপাল ৪ উইকেটে সংগ্রহ করেছিল ১১৪ রান।
বেশ চাপেই পড়ে যায় মেহেদী হাসানের দল। জাকির হাসান ১৮ রানে ব্যাট করছিলেন। তাকে সঙ্গী দিতে ক্রিজে এলেন অধিনায়ক মেহেদী হাসান। এই জুটির কাধে বিশাল দায়িত্ব। ৫ম জুটিতে যদি বড় ধরনের একটি পার্টনারশীপ গড়ে তোলা সম্ভব না হয় তাহলে কঠিন পরিনতি ভোগ করতে হবে স্বাগতিক দলকে। সেটা জানা ছিল অধিনায়ক মেহেদী হাসান আর জাকির হাসানের। জয় পেতে যখন ১০১ রানের দরকার তখন হাতে ছিল অক্ষত ৬টি উইকেট আর ১৮.১ ওভার। একটি জুটি দাঁড়িয়ে গেলে সেটা কঠিন কোন নয়। কথাটি সত্য তার প্রমান দিলেন দুই ব্যাটসম্যান। জাকির হাসান ৬৯ বলে ৩টি বাউন্ডারি দিয়ে ফিফটি পূর্ন করলেন। আর অধিনায়ক মেহেদী  ফিফটি পূর্ন করলেন ৫৯ বলে ফিফটি। ১০ বল অক্ষত রেখেই মেহেদী (৫৫ রান)-জাকির (৭৫ রান) জুটি খেলা শেষ করে দিয়ে মাঠ ছাড়ে।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামা নেপালের ব্যাটসম্যানরা বেশ ভাল ভাবেই মেহেদী হাসানদের বোলিং আক্রমসন সামাল দিয়েছে। ওপেনার দামালার আর সুনারা জুটি বেশি সময় টিকতে পারেনি। ৭ রান করে সুনারা ফেরত যান। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে নেপালের স্কোর বোর্ডে জমা হয় ৬৩ পর্যন্ত। ২৫ রান করা দামালা ফেরত গেলেন। এরপর মিডল অর্ডারে রিজাল আর আরিফ শেখের জুটি দলকে টেনে নেন ১১৪ রানে পর্যন্ত। শেখ আরিফের পর দলের ১৪৬ রানের মাথায় ৭২ রান করা রিজাল ফেরত গেলেন রান আউট হয়ে। ১৫৩ রানে আউট হলেন ব্যক্তিগত ৯ রানে রাজবীর সিং। শেষ দিকে দীপেন্দর সিং ২২ আর প্রেম তামাঙ্গ-র ২২ রানের জোরে নেপাল ২১১ রান জমা করে ৫০ ওভারে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া