adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নেপাল নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়ে ভাবছি – কোচ মিজানুর রহমান বাবুল

IMG_20160204_112844জহির ভূইয়া ঃ ছোট বাব ড় দল বলে অনু-১৯ বিশ্বকাপে কিছু নেই বলে মন্তব্য করলেন বাংলাদেশ অনু-১৯ ক্রিকেট দলের কোচ মিজানুর রহমান বাবুল। কাল সকালে মিরপুরের উইকেটে অনু-১৯ লেভেলে প্রথম বার সেমিতে যাবার যুদ্ধে নামবে বাংলাদেশ অনু-১৯ ক্রিকেট দল। প্রতিপক্ষ নেপালকে হারিয়ে সেমিতে টিকিট পেতে চান কোচ ও অধিনায়ক। নেপাল নিয়ে বিশেষ কিছু ভাবছেন না দলের কোচ।
মিরপুরের একাডেমী মাঠে আজ শেষ বার নিজেদের প্রস্তুত করার জন্য ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে দলের কোচ মিজানুর রহমান বাবুল তার দল নিয়ে ও প্রতিপক্ষ নেপালের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি তার দলের টার্গেট আর নেপাল প্রসঙ্গে বলেন,“নেপালকে হানানো ছাড়া আপাতত আমরা কিছু ভাবছি না। এই ম্যাচে দুই পক্ষই জয় চাইবে। যারা ভাল খেলবে তারাই জিতবে। আমি আশা করছি আমার দল পুরোনো ছন্দেই থাকবে। নেপালকে নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়ে ভাবছি।”
নেপাল তো ভারতকে ছাড়া বাকী দুই ম্যাচে জয় পেয়েছে। তাই বাংলাদেশ অনু-১৯ দলের নেপালের ক্রিকেট কতটা নজরে এনেছে? জবাবে কোচ বাবুল বলেন,“ভারতের বিপক্ষে আমরা দেড় ঘন্টা ম্যাচ দেখা সম্ভব হয়েছে আমাদের। কারন এরপরই আমাদের অনুশীলনপর্ব ছিল। পুরো ম্যাচ আমরা ভিডিও করেছি। আজকে আমরা দলের সকলে এক সঙ্গে বসে দেখব। যতোটা সম্ভব ধারনা নেয়া যায় সেটাই। এবং ছেলেদের সেই ধারনা থেকে যা বলার বলা হচ্ছে। ওরা কেমন ব্যাটিং করে আর কেমন বোলিং করে সেটা দেখব।
আসলে ঐরকম চিন্তা আমরা করছি না যে সামনে বড় কোন দল আছে। আমরা আমাদের নিয়ে চিন্তা করছি। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে খেলব। ছোট দল না বড় দল ঐ সব চিন্তা আমরা করছি না। আর স্টুয়ার্ট ল দলে আছেন পরামর্শক হিসেবে। তিনি একমাস কাজ করে গেছেন। কিন্তু তার আসলে এখানে দল নিয়ে নাড়াচাড়া করার কিছু নেই। তিনি ব্যাটিং নিয়ে পরামর্শ দিয়ে থাকেন।”
অনেক সময় অনেক দলে প্রতিপক্ষ নিয়ে মানসিক সমস্যা থাকে। নেপাল নিয়ে কি আমাদের এমর কিছু আছে? কারন অতীতে বাংলাদেশ অনু-১৯ লেভেলে নেপালের কাছে হেরেছিল। জবাবে কোচ বলেন,“অতীতে নেপালের বিপক্ষে হেরেছিল এটা আমাদের অধিকাংশ ক্রিকেটারই জানে না। বিষয়টি আমরা নতুন করে আর উত্থাপন করতে চাই না। আসলে অনু-১৯ লেভেলে যেকোন কিছু হতে পারে। অস্ট্রেলিয়া বিশ্ব সেরা দলের একটি। কিন্তু অনু-১৯ লেভেলে অস্ট্রেলিয়া যেকোন দলের বিপক্ষেই হারতে পারে। যারা ভাল খেলবে তারাই জিতবে। এটাই অনু-১৯ লেভেলের ধর্ম।”
নেপালের ব্যাটিং-বোলিং প্রসঙ্গে কতটা জানা হয়েছে বলতে বলা হলে তিনি বলেন,“ভারতের বিপক্ষে ম্যাচ দেখে মনে হল ওদের ব্যাটসম্যানরা মারা শুরু করলে মারতেই থাকে। আর বোলিং আমার কাছে তেমন বিশেষ কিছু মনে হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া