adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধারাবাহিক প্রতিবেদনের ১ম পর্ব – ইসলামী ব্যাংকের ২৯ কোটি টাকা রাজস্ব ফাঁকি

ISLAMI BANK TOWERনিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে ভ্যাট (মূসক) ও আয়কর বাবদ ২৯ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৮৪৬ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।
গত ২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ সাল পর্যন্ত সময়ে ব্যাংকটি এ ফাঁকি দিয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
কর কমিশনার, বৃহত করদাতা ইউনিট, ঢাকা কার্যালয়ের জুন/২০০৬ পর্যন্ত সময়ের বিশেষ নিরীায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ২০০৪-০৫ ও ২০০৫-০৬ কর সনের প্রাসঙ্গিক১। ২ক রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায় যে, কর নির্ধারণের পূর্বে উতসে কর্তনযোগ্য খরচ থেকে কর্তন ব্যতিত খরচকে এবং Specific Provision  ব্যতিত Unclassified loans & Advances Gi Dci Provision  অনুমোদন করে এবং Bed debt  এর recovery ammount কে বাদ দিয়ে মোট আয় নিরূপন করায় ১৯ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৯৯৬ টাকা আয়কর কম ধার্য করা হয়েছে।

islamiজাতীয় রাজস্ব বোর্ডের নিরীায় প্রাপ্ত তথ্যানুযায়ী ইসলামী ব্যাংকের বিরুদ্ধে (মূসক নিবন্ধন নং: ৯০১৫০০০৮৫৭) ১ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৮৭৭ টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া যায়। 

২০০৪ সালের ১ জুলাই  থেকে ২০০৬ সালের ১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি ভ্যাট বাবদ ১ কোটি ১ লাখ ১০ হাজার ৯৯০ টাকা ফাঁকি  দেয়। অন্যদিকে,২০০৯ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির ভ্যাট বাবদ ৮৫ লাখ ৫০ হাজার ৮৮৭ টাকার ফাঁকির প্রমাণ পাওয়া যায়। তবে ৮৫ লাখ ৫০ হাজার ৮৮৭ টাকা বিরুদ্ধে ব্যাংকটি আপীল করেছে। প্রতিবেদটি জুলাই ২০০৭ সাল থেকে ২০১৪ সালের মে মাসে অডিট রিপোর্টে প্রকাশ হয়েছে।

অন্যদিকে, বৃহত করদাতা ইউনিট (এলটিইউ),২০০৭-২০০৮ থেকে ২০০৮-২০০৯ অর্থ বছরের অডিটে  ইসলামী ব্যাংকের  ২০০৭ হতে ২০০৮ সালের  নথি অনুযায়ী  ৮ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৯৭৩ টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে।

তবে গৃহীত কার্যক্রম অনুযায়ী, ২০০৭-২০০৮ করবর্ষে ২০১১ সালের ১৭ জানুয়ারী ৮২বি/১২০/১৭৩ ধারায়  মোট আয় ৩৬৬ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ৬১১ টাকা  এবং আয়কর  ৩ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকা। ট্রাইব্যুনাল  আদেশ নং ২৪৫, মোতাবেক উক্ত আদেশ বহাল থাকায় অতিরিক্ত সৃষ্ট কর দাবি আদায়ের প্রচেষ্টা চালায়।
এ ব্যাপারে ইসলামী ব্যাংক কর্তৃপ কোনো মন্তব্য করতে সম্মত হয়নি। তবে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মাসুদুল করিম বলেছেন, ফাইলপত্র ঘেটে যথা শিঘ্রই ব্যবস্থা নেবো। তা ছাড়া অর্থ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটা তাগিদ রয়েছে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া