adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজউকের কাছে রাজধানীর বিভিন্ন সড়েক অবৈধ স্থাপনার তালিকা চেয়েছেন হাইকোর্ট

Supreme Court of Bangladeshনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন সড়কের পাশে নির্মিত ভবনের সামনে গড়ে তোলা দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা জমা দিতে বলেছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে এ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে রাস্তার পাশের নির্মিত ভবনের সামনের স্থাপনা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।

গণপূর্তসচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজউক চেয়ারম্যান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও এ কে এম সাহিদুল হক উল্লিখিত আদেশ দেন। রাজধানীতে যানজটের অন্যতম কারণ ফুটপাতের অবৈধ স্থাপনা এমন তথ্য দিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আজ একটি রিট দায়ের করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকার যানজট চরম আকার ধারণ করেছে। রাজউকের পরিকল্পনা বহির্ভূত রাস্তার পাশে ভবনমালিকরা কার পার্কিংয়ের স্থলে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছেন। ফলে, গাড়ি পার্ক করতে হচ্ছে রাস্তার ওপরই। তিনি আরো বলেন, ‘রাস্তার পাশের ভবনের সামনে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন করেছি। আদালত শুনানি শেষে রুল জারি করেছেন এবং একটি নির্দেশনা দিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া