adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোদি চায়ের আমন্ত্রণ জানালেন সোনিয়া-মনমোহনকে

3f494b7f77be28e34757471b6c1f7acb-Untitled-1আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধীভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তাঁর বাসভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পণ্য ও সেবা কর (জিএসটি) বিল পাস নিয়ে অচলাবস্থা কাটাতেই এই পদক্ষেপ নিয়েছেন মোদি।
১৮ মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পর এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধী। এই সাক্ষাতে আলোচিত জিএসটিসহ বেশ কয়েকটি বিলের বিষয়ে সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে একটা সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই বিলগুলো ভারতীয় পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনের কার্যসূচিতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জিএসটি পাস করানোর জন্য কংগ্রেসের সমর্থন দরকার মোদি সরকারের। ২০১৬ সালের এপ্রিল মাসের মধ্যে জিএসটির বাস্তবায়ন চায় সরকার। পার্লামেন্টের এই অধিবেশনে বিলটি পাস করা না গেলে সরকারের সেই লক্ষ্য ব্যাহত হবে।
কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল বৃহস্পতিবার বলেছেন, জিএসটি বিলটি যাতে পাস করা যায়, সে জন্য সবার সঙ্গে কথা বলবেন মোদি।
এরপরই মোদির পক্ষ থেকে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে চায়ের আমন্ত্রণ জানানো হলো। তবে এতে আমন্ত্রণ পাননি কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।
রাহুল তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, জনগণের চাপে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছেন মোদি।

কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, চা-চক্রে যোগ দিতে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে অনুরোধ জানিয়েছেন মোদি। বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া